এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার দেখানো পথে হেঁটে রাজ্যের আয় বেড়েছে ৮ হাজার কোটি

নিজস্ব প্রতিনিধি: এখন রাজ্যের নিজস্ব কর আদায় বৃদ্ধি করার সুযোগ সীমিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও কর আদায় বৃদ্ধি করার যে চেষ্টা চলছে, তার সুফল মিলছে। কোন রাস্তায় হাঁটলে এই সুফল মিলবে সেটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সেই দেখানো পথে হেঁটেই চলতি ২০২২-২৩ আর্থিক বছরে রাজ্য সরকারের নিজস্ব কর(Own Tax) বাবদ আয় প্রায় ৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৯ হাজার ৫০০ কোটি টাকা। গতকাল রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) তাঁর বাজেট বক্তৃত্বায় জানিয়েছেন, গত আর্থিক বছরে রাজ্যের নিজস্ব কর থেকে আয় হয়েছিল ৭১ হাজার ৮১ কোটি টাকা। চলতি আর্থিক বছরে যে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল, সব মিলিয়ে তার থেকে ১৫০ কোটি টাকার মতো বেশি আয় হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে। এভাবেই যদি সেই পথ ধরে হাঁটা যায় তাহলে দেখা যাবে ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যের নিজস্ব কর থেকে ৮৮ হাজার ৫৯৪ কোটি টাকা আয় হবে। কার্যত সেটাকেই তাই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরও পড়ুন IPAC’র নজরদারিতে ‘দিদির দূতে’রা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন

রাজ্যের নিজস্ব যে সব কর আছে, তার মধ্যে সব থেকে বেশি টাকা আসে State GST বা SGST থেকে। এই খাতে চলতি বছরে আয় ৩১ হাজার ২৭১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা হয়েছে। তবে গত বছরের বাজেট পেশ করার সময় স্টেট জিএসটি থেকে যে ৩৬ হাজার ১১৪ কোটি টাকা আয় হবে বলে ধরা হয়েছিল, বাস্তবে তার থেকে কিছুটা কম হয়েছে। কিন্তু এই খামতি মিটিয়ে দিয়েছে Stamp Duty খাতের আয়। Stamp Duty খাতে একটু ছাড় দিলে যে রাজ্যের আয় বাড়বে সেটা মমতাই দেখিয়েছেন। ওই খাতে ৬৫৫০ কোটি টাকা সম্ভাব্য আয় ধরা হলেও, প্রকৃত আয় হয়েছে ৭১১৭ কোটি টাকা। আবগারি খাতেঅমানে পাতি বাংলায় মদ বিক্রি করে রাজ্যের আয় প্রায় দেড় হাজার কোটি টাকা বেড়ে ১৫ হাজার ১ কোটি টাকা হয়েছে। কিন্তু এটাও ঘটনা যে এখানে যে আয় হবে বলে ধরা হয়েছিল, তার থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা আয় কম হয়েছে। পরিবহণ কর বাবদ আয় প্রায় ৭০০ কোটি টাকা বেড়ে হয়েছে ৩২৫৮ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার থেকে প্রায় ৫০০ কোটি টাকা বেশি আয় হয়েছে। এর পিছনে কাজ দিয়েছে কলকাতা ও শহরতলি রুটে সরকারি এসি বাস, ইলেক্ট্রিক এসি বাস চালানো এবং নতুন নতুন বেশ কিছু রুটে বেসরকারি বাস চালানোর ছাড়পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ি কেনার সময় Road Tax ও Registration Fee’র ক্ষেত্রে ছাড় দেওয়ায়। সেই রাস্তাও মমতাই দেখিয়েছেন।

আরও পড়ুন জঙ্গলমহলের ৩ জেলার জন্য ৩ হাজার কোটির প্রকল্প, মাস্টারস্ট্রোক মমতার

বিক্রয় কর যা মূলত পেট্রোপণ্য বিক্রি থেকে আসে, তার আয় লক্ষ্যমাত্রার থেকে বেশি হয়েছে। গত বাজেটে এই খাতে ১০ হাজার ১০০ কোটি আয় হবে বলে ধরা হয়েছিল। সেখানে হয়েছে ১২ হাজার ১৩৪ কোটি টাকা। এখানেও মমতার সিদ্ধান্ত কাজ করেছে। যখন পেট্রোল ডিজেলের দাম আকাশপানে ছুটেছিল তখন বিজেপি নেতারা বার বার দাবি তুলেছিলেন পেট্রোপণ্যে রাজ্যের যে কর আছে তা কমাতে। মমতা কিন্তু তা কমাননি। বাজেট পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্ত টাকার পরিমাণ এক বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা বেড়ে ৭১ হাজার ৪৩৪ কোটি টাকা হয়েছে। কেন্দ্রীয় করের অংশ থেকে যে আয় হবে বলে ধরা হয়েছিল, বাস্তবে তার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি এসেছে। তার মধ্যে যেমন SGST আছে তেমনি আছে কাস্টমস ও কর্পোরেট সহ কয়েক ধরনের কর যা রাজ্য থেকে সংগৃহীত হয়। তবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুদান বাবদ প্রাপ্ত অর্থ লক্ষ্যমাত্রার থেকে ৯ হাজার কোটি টাকা কম পাওয়া গিয়েছে। এই খাতে রাজ্য পেয়েছে ৪১ হাজার ৭৯৫ কোটি টাকা। গত আর্থিক বছরে এতে পাওয়া গিয়েছিল ৩৯ হাজার ৮৪৬ কোটি টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর