এই মুহূর্তে




বিজেপি শাসিত রাজ্যে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না? প্রশ্ন চন্দ্রিমার




নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ড নিয়ে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, ভাল কথা। কিন্তু এটা শুধু বাংলাতেই আসতে পারে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যেতে পারেনা। ওড়িশা সহ বিজেপির একাধিক রাজ্যে যা ঘটছে, তা নিয়ে সেখানে ফ্যাক্ট খুঁজতে যায়না। এই প্রসঙ্গে ওড়িশার কথাও তুলেছেন তিনি।

এরপর তিনি একটা ছবি দেখিয়ে দাবি করেন, বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট ড্রিঙ্কল সিং রাজ্যসভার প্রেসিডেন্ট ব্রিজলালের পায়ে পড়ছেন। তাঁর ওপরেও অত্যাচার হয়েছে।  তিনি আইপিএস ব্রিজলাল সিংয়ের পায়ে পড়ে বলছেন, তাঁর ওপর অত্যাচার হয়েছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় না। এই ঘটনার পরেও সেখানে ফ্যাক্ট খুঁজতে যায়না টিম। তৃণমূলের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, বিজেপি শআসিত রাজ্যেও অনেক অপরাধ হচ্ছে, সেগুলো না দেখে শুধু বাংলার দিকেই নজর রয়েছে।

কসবাকাণ্ডে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ। দলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব, সাংসদ মনন কুমার মিশ্রও। তাঁরাও আসবেন রাজ্যে। কসবাকাণ্ড নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে  রিপোর্ট দেবেন তাঁরা।

জানা গিয়েছে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রথমে পুলিশ কমিশনার ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছেন। গোটা বিষয়টি দেখে রিপোর্ট জমা করবেন বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

জোকা IIM ধর্ষণকাণ্ডে ধৃতের ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত

IIM কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি

সুখবর! SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও ৭ দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ