এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট ঘিরে প্রশ্ন ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বারাণসী(Varanasi?) থেকে কলকাতায় ফেরার পথে বড়সড় বিভ্রাটের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিমান। রাজ্য সরকারের ভাড়া করা ওই ফ্যালকন বিমানে(Falcon Flight) মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন তাঁর কিছু সহযাত্রী। আকস্মিক দুর্যোগে বিমানটি এক লহমায় ৭ হাজার ফুট থেকে ২ হাজার ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। মুখ্যমন্ত্রীর কোমরে আগে থেকেই ব্যাথা ছিল। শুক্রবারের ঘটনায় আবারও কোমরে আঘাত লাগে। ফলে তাঁর কষ্ট বেড়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার(State Government) এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে শনিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) মুখপত্র ‘জাগো বাংলা’য়(Jago Bangla) সম্পাদকীয় কলামে প্রশ্ন তোলা হয়েছে বার বার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে এই বিভ্রাট ঘটছে কেন? তবে তার থেকেও বড় প্রশ্ন এখন উঠেছে বাংলার জনতার মধ্যে। কেউ বা কারা কী বাংলার মুখ্যমন্ত্রীকে খুন করতে চাইছেন? ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে তুলে ধরে ষড়যন্ত্র ধামাচাপা দিতে চাইছেন? যদি সেটাই হয় তাহলে তাঁরা কারা? এই প্রশ্ন কিন্তু বাংলার আমজনতার।

শনিবারার ‘জাগো বাংলা’র সম্পাদকীয় কলামে ‘বারবার কেন?’ শীর্ষক লেখায় সোজাসুজি আঙুল তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানবিভ্রাট ঘিরে। শুধু শুক্রবারই নয়, কয়েক মাস আগেও বাগডোগরা থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটের মুখ পড়েছিল। সব থেকে বড় ঘটনা তো ঘটেছিল ২০১৬ সালে যাখন মুখ্যমন্ত্রী পাটনা থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন। সেবার মাঝ আকাশেই মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানী শেষ হয়ে গিয়েছিল। যে বিমানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সেই বিমানের মাঝ আকাশে জ্বালানী শেষ হয়ে যাওয়া কী নিছকই ঘটনা? নাকি তার পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র? সবার তো কলকাতায় জরুরি অবতরণ করতে চেয়ে রানওয়ে ফাঁকা পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিমানটিকে আধঘন্টা কলকাতার আকাশে চক্কর কাটতে হয়েছিল। এসবই কী নিছকই ঘটনা? এবার কিন্তু সারা বাংলার মানুষের মনেই প্রশ্ন জাগছে বার বার মমতার বিমান ঘিরেই কেন এই বিভ্রাট ঘটছে? এর পিছনে কী ষড়যন্ত্রই ফুটে উঠছে বার বার!

শুক্রবার আকাশ ছিল যথেষ্ট পরিষ্কার। মেঘ, বৃষ্টি, ঝড় ছিল না। তবে বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি আচমকা একটি ঝঞ্ঝার মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট অত্যন্ত দ্রুততায় উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি ও উথালপাথাল। বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীরা অবশ্য জানতে পেরেছিলেন, তাঁদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। সেটিই হল বিপত্তির কারণ। নবান্নের খবর, মুখ্যমন্ত্রীর বিমানের ক্ষেত্রে ঠিক কী হয়েছে এবং কেন হয়েছে, তা জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যদি তাঁর বিমানের সামনে অন্য কোনও বিমান এসেই থাকে, তা হলে বিষয়টি যথেষ্ট গুরুতর বলে নবান্নের একটি সূত্রের বক্তব্য। আর যদি ঝঞ্ঝার জন্য মুখ্যমন্ত্রীর বিমানের উচ্চতা আচমকা কমিয়ে দিতে হয়, তা হলেও তার সব খুঁটিনাটি জানতে উদ্যোগী হবে নবান্ন। সাধারণত এই ধরনের অভিযোগ উঠলে দেশের আকাশের বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তদন্ত করে। সে ক্ষেত্রে বিমান মাটি ছোঁয়ার পরে পাইলট লিখিত যে রিপোর্ট জমা দেন তা গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য করা হয়। বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবারও পাইলট রিপোর্ট জমা দিয়েছেন। তবে পাইলটের রিপোর্টে দ্বিতীয় কোনও বিমানের অস্তিত্ব ছিল কি না, তা জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর