এই মুহূর্তে




গৃহে শান্তি নেই? বাড়ির মূল দ্বার থেকে অবিলম্বে সরান এই ৬টি জিনিস




নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা কেবল মানুষের প্রবেশের জন্য নয়, এই দ্বার দিয়ে ইতি ও নেতি দু’রকমের শক্তিই প্রবেশ করে। যদি বাড়ির প্রধান দরজায় ভুল জিনিস রাখা হয়, তাহলে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলুন। তার আগে জেনে নিন  বাড়ির মুখ্য দরজা থেকে কোন জিনিসগুলি অতি অবশ্যই সরিয়ে ফেলবেন।

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের প্রধান দরজায় কখনও মরচে ধরা তালা রাখা উচিত নয়। যারা ঘরের মূল দ্বারে মরচে ধরা তালা রাখেন তারা আজই তা খুলে ফেলুন। ঘরে মরচে ধরা তালা লাগালে বা ঝুলিয়ে রাখলে পরিবারের অগ্রগতি বন্ধ হয়ে যায় এবং অর্থহানি হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজার সামনে কখনও বৈদ্যুতিক খুঁটি যাকে আমরা চলতি কথায় লাইট পোস্ট বলি, তা থাকা উচিত নয়। যে বাড়িতে মূল দ্বারের সামনে বৈদ্যুতিক খুঁটি থাকে, সেখানে কখনও টাকা থাকে না।

বাড়ির মূল দরজার সামনে গাছ থাকাও একটি অশুভ লক্ষণ। তাই মূল দরজার সামনে গাছ থাকলে তা অন্য জায়গায় সরিয়ে রাখুন। এটি করলে আপনার ভাগ্যে থাকা যাবতীয় বাধা বিপত্তি দূর হবে।

সকালে বা সন্ধ্যায় কখনওই বাড়ির প্রধান দরজার চৌকাঠে বসে থাকা উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মী ক্রোধিত হন। বাড়ির প্রধান দরজায় থাকা যে কোনও বাধা ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না।

বাড়ির প্রধান দরজার সামনে কখনও আবর্জনা রাখা উচিত নয়। যারা এমন করে তাদের বাস্তু দোষের শিকার হতে হয়। মনে রাখবেন শুভ শক্তি কেবল মূল দ্বার দিয়েই ঘরে প্রবেশ করে। তাই প্রধান দরজার সামনে আবর্জনা থাকলে তা সরিয়ে ফেলুন।

যেসব বাড়িতে প্রধান দরজার সামনে ময়লা জল জমে থাকে, সেখানে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। বাড়ির প্রধান দরজার সামনে ময়লা জল জমে থাকতে দেবেন না। জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বর্ষায় সুস্থ থাকতে চাইলে এখনই এই সবজি ও খাবার এড়িয়ে চলুন

কবে পড়ছে শ্রাবণের প্রথম সোমবার, জানুন ভোলেনাথের পুজোর সঠিক সময়, নিয়মকানুন

শ্রাবণ শুরুর আগেই এই ৫ টি কাজ সম্পন্ন করে ফেলুন

১৮ জুলাই বুধের বিপরীতমুখী গমন, আর্থিক অনটনের মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

কাঁচা পেঁয়াজ কী সত্যিই শরীরের পক্ষে উপকারী?

শরীরে ভিটামিন ডি কমে গেলেই বিপদ, কীভাবে সমস্যার সমাধান?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ