27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:44 am
নিজস্ব প্রতিনিধিঃ এমনিতেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া তার উপর আবার ঘরে ও বারান্দায় পর্যাপ্ত পরিমাণে রোদ ঢুকতে পারে না। এদিকে বাড়ির ছোট্ট বারান্দা থেকে একটু চোখ মেললে শুধুই দেখা যায় কংক্রিটের সমাহার। সেখানে দূর দূর পর্যন্ত দেখা যায় না সবুজ। তাই চোখকে খানিক আরাম দিতে নিজের বাড়ির বারান্দায় যদি গাছ লাগাতে চান তাহলে মাথায় রাখুন এই বিষয়গুলি।
ঠিক কতক্ষণ আপনার বারান্দায় বা জানালায় কতক্ষণ রোদ থাকে তা অবশ্যই ভালভাবে যাচাই করে নেবেন। যদি বারান্দায় পর্যাপ্ত পূর্বের রোদ ঢোকে তাহলে নিশ্চিন্তে ফুলগাছ বসান।
রোদ প্রবেশ করলে বারান্দায় বেল, জুঁই, টগর, গোলাপ, টাইমফুল ইত্যাদি গাছ অনায়াসে বসাতেই পারেন। আর রোদ কম হলে নানারকমের পাতাবাহার দিয়ে ভরিয়ে তুলুন আপনার বাড়ি বা ফ্ল্যাটের বারান্দা।
আশেপাশে নির্মাণের কাজ হলে অবশ্যই বারান্দায় থাকা আপনার একচিলতে সবুজকে আগলে রাখুন। মনে রাখবেন শুধু ফুলের গাছ বসালেই হবে না। চারিদিকের আবহাওয়া থেকেও তাকে রক্ষা করতে হবে।