28ºc, Haze
Friday, 24th March, 2023 9:04 pm
নিজস্ব প্রতিনিধি: নারী দিবস (International Women’s Day) পালনে অভিনব উদ্যোগ এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষের। মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ মাথায় রেখে সংস্থার ৯০টি বিমান উড়ানের ভার তুলে দেওয়া হয়েছে প্রমীলা বাহিনীর হাতে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চলতি মাসের শুরু থেকে ৯০টি বিমানের পাইলট ও ক্রু-সহ বিমানে সমস্ত কাজের দায়িত্ব পালন করছেন নারীরা।
১ মার্চ থেকে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার ৯০টি বিমান উড়েছে নারী ক্রুদের দ্বারা পরিচালিত হয়ে। তবে নারীদের দ্বারা ৯০টি বিমান ওড়ানোর পিছনে কারণ রয়েছে। এয়ার ইন্ডিয়া সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতরত্ন জাহাঙ্গির রতনজী দাদাভাই টাটার বাণিজ্যিক বিমান উড়ানের ৯০তম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ৯০ বিমানের উড়ানের দায়িত্ব নারীদের হাতে দেওয়া হয়েছে। ১৯৩২ সালে ১৫ অক্টোবর প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালিয়েছিলেন জেআরডি টাটা।
এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, ‘ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক মহিলা পাইলট রয়েছে এবং আরও বেশি ভারতীয় মহিলা বিমান চালনায় কেরিয়ার গড়ছেন, কর্মক্ষেত্রে আমরা কর্মীদের মধ্যে লিঙ্গসাম্যতা অর্জন করছি।’