এই মুহূর্তে




বামন জয়ন্তীতে জেনে নিন কীভাবে বিষ্ণু রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন ?




নিজস্ব প্রতিনিধি : আজ বামন জয়ন্তী। অর্থাৎ এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতার ধরাধামে এসেছিল। যখনই অন্যায়- অধর্ম এসে গ্রাস করেছে তখনই স্বংয় বিষ্ণু নানান অবতারে পাপের বিনাশ করেছেন। এখনও পর্যন্ত তিনি মোট নয়বার অবতাররুপে পাপ নাশ করেছেন। এখনও এক অবতার বাকি আছে। মনে করা হয়, কলিযুগে কল্কি অবতারে এসে পাপের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করবেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর বামন অবতার হল পঞ্চম অবতার। জানেন কী বামন অবতারে কীভাবে রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন শ্রীবিষ্ণু। তবে জেনে নিন সেই অজানা কাহিনী।

পুরাণ অনুসারে একবার এক শক্তিশালি রাজা রাজত্ব করতেন। সে ছিল অসুর রাজ বলি। তবে অসুর হলেও অন্যান্য অসুরের মত তিনি অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন প্রজাবৎসল। প্রজাদের নিজ সন্তানের মতই লালন পালন করতেন মহারাজ বলি। পাশাপাশি তিনি ছিলেন দানবীর। তিনি কাউকে ফেরাতেন না এটা ছিল তাঁর অন্যতম গুণ। মনে করা হয় কর্ণের পরেই দানবীর হিসাবে মহারাজ বলির নাম উঠে আসে। তিনি তাঁর বীরত্ব ও তেজের জন্য স্বর্গ, মর্ত্য পাতাল জয় করেছিলেন। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। এমনকী অসুর রাজ বলিকে পরাজিত করার ক্ষমতা কোন দেবতার ছিল না। 

দেবতারা এই নিয়ে বিষ্ণুর কাছে যান। সেখানে গিয়ে এর কোন সমাধান জানতে চান। উপায় না দেখে স্বয়ং বিষ্ণু এর সমাধান বের করলেন। ভগবান বিষ্ণু তার কথামতো কাশ্যপ ও অদিতির গৃহে পুত্র রূপে জন্ম নিলেন।অদিতির এই সন্তান অল্প বয়সেই জ্ঞানবুদ্ধিতে সকলকে অবাক করে দিতে লাগলেন। কিন্তু জ্ঞান বাড়লেও শরীরের কোনো বাড় বাড়ন্ত হলো না। তাই সকলে অদিতির এই পুত্রকে বামন বলে ডাকত।

একদিন হল কি বামন বেশে ছদ্মবেশী বিষ্ণু এসে উপস্থিত হলেন বলির দরবারে। তিনি সেসময় দান করছিলেন গরিব প্রজাদের। বামনকে দেখে প্রাসাদের সকলে হেসে উঠলেন। বলি জানালেন,‘হে বামন আপনার কি চাই’! উত্তরে বামন বলল ‘তিন পদ ভূমি দান চাই’। এটা শুনে আবারও সকলে হো হো করে হেসে উঠল…

বলিরাজ বলল ‘বেশ তো। নিন আপনার তিন পা সম ভূমি’। ব্যস যেই বলা অমনি বামন আকৃতিতে বড় হতে লাগল। তার এক পায়ে ঢেকে গেল পৃথিবী। আরেক পায়ে স্বর্গ ও পাতাল। তখন বামন তৃতীয় পদ রাখার স্থান জানতে চাইলে বলি রাজা নিজের মাথা এগিয়ে দেন। এতে খুশি হন বিষ্ণু। বলি রাজার এমন দয়ালু মনোভাবে বিষ্ণু তাঁকে আশির্বাদ করেন। বিষ্নু বলেন, ‘সুতল নামক পাতালে বাস করবে তুমি এবং সেখানে তুমি যে দুর্গ তৈরী করবে সেই দূর্গ আমি জনার্দন রূপে রক্ষা করবো। এরপর তাঁকে পাতালে পাঠিয়ে দেন বিষ্ণু।’

তবে বলা হয় বামন নাকি আগে থেকেই জানত, দৈত্যগুরু শুক্রাচার্য তাঁকে সাবধান করেছিল। শুক্রাচার্য বুঝতে পারলেন বামন আসলে কে। তিনি রাজা বলিকে গিয়ে বামনের আসল রুপ সম্পর্কে জানালেন। কিন্তু রাজা বলি উত্তরে বলেছিলেন,‘যাকে পাওয়ার জন্য মুনিঋষিরা যুগের পর যুগ তপস্যা করে আজ তিনিই স্বয়ং এসেছেন আমার কাছে। আমি যেহেতু কথা দিয়েছি সেহেতু আমি কথা ফেরাতে পারবো না। এটা আমার জন্য গর্ব হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রিল বানাতে গিয়ে মায়ের অজান্তেই রাজপথে পৌঁছে গেল শিশু, ভিডিও ঘিরে তোলপাড়

‘অতি ভক্তি….’, চুরির সময়ে ভগবানের ছবি চোখে পড়তেই ক্ষমা চেয়ে নিলেন চোর বাবাজি

নগ্ন ছবি পাঠিয়ে ছাত্রকে যৌন সঙ্গমের ইচ্ছাপ্রকাশ, গ্রেফতার শিক্ষিকা

মোল্লা ইউনূস ও তার গ্যাং’কে নিয়ে বাংলাদেশের সমাজমাধ্যমে তোলপাড় ফেলেছে যে ছবি

জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কায় আগাম গরম জামা কাপড় কেনার ভিড় জেলা জুড়ে

ধনকুবেরদের নিরিখে বিশ্বে তৃতীয়  স্থানে ভারত, এক বছরে ধনীর সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর