এই মুহূর্তে




দীপাবলিতে বাম্পার সুযোগ, মাত্র কয়েক হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসা

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা ঠিক আর কয়েকদিন, তারপরেই দীপাবলি। ইতিমধ্যেই বাজার ছেয়ে গিয়েছে রঙিন আলোয়। এই সময় আপনি যদি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন, তাহলে আলোর  উৎসব আপনার জন্য হতে পারে দুর্দান্ত এক শুরু। কম বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জনের জন্য, আপনি এমন একটি ব্যবসা শুরু করতে পারেন যার চাহিদা দীপাবলির সময় বেশি থাকে। শুরু করতে পারেন মোমবাতির ব্যবসা। এখন নানারকম ইলেকট্রিক আলোর বিক্রি বেড়েছে ঠিকই, কিন্তু দীপাবলিতে রঙিন মোমবাতির চাহিদা অক্ষুণ্ণ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি মাত্র ১০,০০০ টাকার প্রাথমিক বিনিয়োগ করে মোমবাতি তৈরির ব্যবসা শুরু করে প্রচুর আয় করতে পারেন।

দীপাবলির সময় ঘরের প্রতিটি কোণ আলোকিত করে মোমবাতি। তাই মোমের বাজার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উৎসবের মরশুমে মোমবাতির চাহিদা প্রবল। মোমবাতি তৈরির ব্যবসা করে আপনি অল্প সময়েই বিপুল অর্থ উপার্জন করতে পারেন। দীপাবলির সময় এই ব্যবসা করলে লাভই লাভ। মোমবাতির চাহিদা যে শুধু দীপাবলিতেই সীমাবদ্ধ তা তো নয়। জন্মদিনের পার্টি থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত, সারা বছর ধরেই মোমবাতি বিক্রি হয়। মোমবাতি এখন খুচরো ও পাইকারি বাজারের পাশাপাশি অনলাইনেও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে, আপনাকে মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ করতে হবে। তারপর বাড়ির সামনেই একোটা কোণে সেগুলি নিয়ে বসে গেলে দিব্যি বিক্রি হয়ে যাবে দীপাবলির সময়।

মোমবাতির ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে প্রাথমিকভাবে শুরু করতে গেলে কোনও ব্যয়বহুল যন্ত্রপাতি বা অন্যান্য বড় সরঞ্জামের প্রয়োজন হয় না। এছাড়াও, মোমবাতি তৈরির উপকরণ বাজারে সহজেই পাওয়া যায়। মোম তৈরিতে আপনি প্রথমে ছাঁচের ব্যবহার করতে পারেন। সেই ছাঁচে মোম ঢেলে বিভিন্ন ডিজাইনের মোমবাতি তৈরি করতে পারেন। এই ছাঁচগুলি খুব কম দামে পাওয়া যায়। মোমবাতি তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপকরণগুলির মধ্যে রয়েছে মোম, সলতে, রঞ্জক পদার্থ এবং প্রয়োজনীয় তেল। জনপ্রিয় সুগন্ধিও মোমবাতি তৈরিতে ব্যবহার করা যায়। আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনি সহজেই বাজার থেকে বা অনলাইনে এই জিনিসগুলি কিনতে পারবেন।

একবার আপনি যদি আপনার ঘরে বসে ব্যবসা শুরু করেন, তারপর যদি মোমবাতির চাহিদা বেড়ে যায়, তখন আপনি একটি স্বয়ংক্রিয় মেশিন কিনতে পারেন। এর ফলে কম সময়ে আরও বেশি মোমবাতি তৈরি এবং সরবরাহ করা সম্ভব। মোমবাতি তৈরির জন্য প্রয়োজনীয় মেশিনটির দাম বাজারে প্রায় ৩৫ হাজার টাকা। এগুলোর বিভিন্ন বিভাগ রয়েছে। যাতে রয়েছে ম্যানুয়াল মেশিন, সেমি অটোমেটিক মেশিন এবং অটোমেটিক মেশিন। একটি ম্যানুয়াল মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ১৮০০টি মোমবাতি তৈরি করতে পারেন, যেখানে অটোমেটিক মেশিন দিয়ে প্রতি মিনিটে কমপক্ষে ২০০টি মোমবাতি তৈরি করা সম্ভব।

চাহিদা বাড়লে রঙিন এবং ডিজাইনার মোমবাতি তৈরি করতে পারেন। তারপর সেগুলি নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের নাম দিতে পারেন। এর ফলে আপনার ব্যবসাও বৃদ্ধি পাবে। ছোট ব্যবসার জন্য মুদ্রা ঋণ বা সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ঋণের জন্যও আবেদন করতে পারেন যাতে আপনার ব্যবসা বৃদ্ধি পায়। এই ব্যবসা শুধু আপনার নয়, আরও বহু মানুষের কর্মসংস্থানের জায়গা করে দেবে। যে কোনও ব্যবসা শুরু করার জন্য এবং বাজারে আপনার ব্র্যান্ডের পণ্য চালু করার জন্য মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য স্থানীয় বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম দিকে দোকানের ঘুরে ঘুরে অর্ডার নিন। এছাড়াও, আপনি আপনার ব্র্যান্ডের নাম ব্যবহার করে অনলাইনেও বিক্রি করতে পারেন। এর জন্য আপনি ই-কমার্স ওয়েবসাইটগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা পাইকারি বিক্রি করেন তাদের কাছে মোমবাতি সরবরাহ করে বিক্রি করতে পারেন।

মোমবাতির ব্যবসার শুরু থেকেই আয় দ্বিগুণ বা তিনগুণ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আপনি এই ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। ধরুন আপনি ১০০টি সাধারণ মোমবাতি তৈরি করলেন। তাহলে মোম, সলতে, রঙ, প্যাকিং এর মোট খরচ প্রায় ৫০০ টাকা। একটি সাধারণ মোমবাতিরও বাজারে দাম ১০ টাকা কম করে। ১০০ টা বিক্রি করলে ১০০০ টাকা উঠে আসবে। এবার ধরুন আপনি ডেকরেটেড বা সুগন্ধি মোমবাতি তৈরি করলেন, তাহলে এগুলি সহজেই বাজারে ৫০-২০০ টাকা মূল্যে বিক্রি করা যেতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ বিরোধীরা, সাফাই গাইল বিদেশ মন্ত্রক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ