এই মুহূর্তে




কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

নিজস্ব প্রতিনিধি,বাগনান: আর কয়েকদিন পরেই দীপান্বিতা কালীপুজো। এই কালীপুজোয় অনিবার্য উপাদান জবা ফুল। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার জন্য এখনো বৃষ্টি শেষ হয়নি। অন্যদিকে, হাওড়ার ফুলের এলাকা বলে পরিচিত বাগনান ২ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা(Java) গাছে দোয়া পোকার(Insect) আক্রমণ শুরু হয়েছে। বলাই বাহুল্য , পোকার এই আক্রমণে নাস্তানাবুদ হাওড়ার বাগনান এলাকার জবা চাষিরা। তাই এবছর দীপান্বিতা কালীপুজোয় ভালো মানের জবা পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয় রয়েছে চাষিদের মধ্যে। যদিও আশা ছাড়তে নারাজ জবা ফুলের চাষিরা।

আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার হাওড়া বাগনানের ঘোড়াঘাটায় কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তারা। পাশাপাশি জেলার কৃষি আধিকারিকরা ও দোয়া পোকা নিয়ে সংশয়ে রয়েছেন বলে জানিয়েছেন।তবে এই মুহূর্তে যে সমস্যা মিটছে না একথা বলাই বাহুল্য। এদিকে কালীপুজোয় জবাব ফুল(Jaav Flower) চাহিদা অনুযায়ী মার্কেটে যোগান না দিলে ফুলের আকাল যেমন দেখা দেবে তেমনি বাড়বে দাম। অতিবৃষ্টির পর এই দোয়া প্রকার আক্রমণ তাই রাতের ঘুম কেড়ে নিয়েছে বাগনানের জবা ফুল চাষের সঙ্গে যুক্ত চাষিদের।

জবা ফুলের কাছে যে ধরনের পোকা আক্রমণ করছে তাকে খতম করতে যে ওষুধ স্প্রে করা হচ্ছে,বৃষ্টির দরুন তা ধুয়ে যাচ্ছে। ফলে পোকা নিধন করা সম্ভব হচ্ছে না। তবে বিশেষ কিছু ঔষধ আছে যা ব্যবহার করলে ওই পোকা খতম হবে। হাতে আর মাত্র ১০ থেকে ১২ টি দিন রয়েছে। তারপরেই কালীপুজো। তাই এই পোকা নিধন করে কি করে ভালো জবা ফুল বাজারে জোগান দেওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ