এই মুহূর্তে




সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার আদ্রার রাঙ্গুনি গ্রামের কালী পুজো। প্রায় ৫৩ বছর আগে শুরু হয়েছিল এই গ্রামের কালীপুজো। শুরু করেছিলেন কালীঘাট মন্দিরের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ। শোনা যায়, একসময় রাঙ্গুনি গ্রামের এলাকা শুনশান, নিস্তব্ধ ছিল। পাশেই ছিল শ্মশান ঘাট। ফলে সন্ধ্যার পর এই নিরালা জায়গায় কেউ যেতে সাহস দেখাতেন না। তখনই এক অজ্ঞাত সন্ন্যাসীর আগমন হয় ওই স্থানে। তবে তিনি কিছুদিন সেখানে ধ্যান করে রহস্যময়ভাবে উধাও হয়ে যান। তাঁর প্রস্থানের পর ওই এলাকার মানুষজন বিশ্বাস করতে শুরু করেন যে, রহস্যময় ওই সন্ন্যাসীর পদ ধূলিতে ওই এলাকা পবিত্র হয়েছে। তখন থেকেই শুরু হয় এই পুজো।

যদিও সেই সময় সেই এলাকায় পা রেখেছিলেন কালীঘাটের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ। গ্রামবাসীদের আন্তরিক আহ্বানে তিনিই রাঙ্গুনি গ্রামে দেবী কালকীকে প্রতিষ্ঠা করেন। এরপরেই এখানে পুজো শুরু হয়। জানা যায়, প্রথমে একটি ছোট বেদির উপর নির্মিত হয়েছিল দেবীর মূর্তি। ধীরে ধীরে ভক্তদের আন্তরিকতা এবং বিশ্বাসে গড়ে ওঠে আজকের রাঙ্গুনি কালীমন্দির। বর্তমানে এই পুজো রাঙ্গুনি গ্রামের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। পুজোর দিন গুলিতে গোটা এই উৎসবে সামিল হন। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে থাকে এই এলাকা। ঢাকের শব্দ, প্রদীপের আলোয়, তখন এই মন্দিরের চারপাশ রঙিন হয়ে ওঠে। দেবীর আগমনে মন্দিরের চারপাশে আয়োজিত হয় মেলার অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়।

মায়ের উৎসবে গোটা গ্রাম তখন আলোয় আলোকিত হয়ে ওঠে। আগামী ২০ অক্টোবর কালী পুজো। গোটা রাজ্য জুড়ে পালিত হবে এই উৎসব। আর কালী পুজো গোটা দেশের কাছে দিওয়ালি উৎসবও বটে। মুলত কালী পুজোকে আলোর উৎসব বলা হয়। রাঙ্গুনি গ্রামের কালী পুজো নিয়ে নবদ্বীপের স্বামী প্রেমানন্দ গিরি মহারাজ বলেছেন, একসময় এই জায়গা নির্জন ও ভয়াবহ ছিল। কেউ আসত না এখানে। কিন্তু একবার এক সন্ন্যাসীর আগমনে এই স্থান পবিত্রতা লাভ করে। পরে ব্রহ্মানন্দ গিরি মহারাজের হাত ধরেই এখানে পুজো শুরু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ