-273ºc,
Friday, 9th June, 2023 2:36 am
নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কথায় বলে, অদম্য ইচ্ছাশক্তি থাকলেই স্বপ্নপূরণ সম্ভব হয়। কাশ্মীরের সন্ত্রাস কবলিত অনন্তনাগের মধ্যবিত্ত পরিবারের সন্তান ওয়াসিম আহমেদ ভাট অদম্য মনের জোরেই ছোটবেলার স্বপ্নপূরণ করতে চলেছেন। ছোটবেলা থেকে জেলাশাসক হওয়ার স্বপ্ন ছিল দু’চোখে। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী ওয়াসিমের স্বপ্ন সত্যি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
বাবা জম্মু-কাশ্মীর সরকারের কৃষি বিভাগে কর্মরত। মা আর পাঁচজন মহিলার মতো গৃহবধূ। রক্তাক্ত উপত্যকায় বেড়ে ওঠা ওয়াসিমের লক্ষ্য ছিল, অসহায় আর নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। তাঁদের দুঃখ-কষ্ট লাঘব করা। আর সেই কষ্ট লাঘবের জন্য জেলাশাসক হওয়ার এক অদম্য জেদ মনের ভিতরে চেপেছিল। শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বি টেক) হওয়ার পরেই ইউপিএসসির পরীক্ষায় বসার ব্যাপারে মনস্থির করেছিল। ওয়াসিমকে তাঁর স্বপ্নপূরণের জন্য উৎসাহ জুগিয়েছিলেন বাবা-মা আর দাদু।
অনন্তনাগ জেলার বাসিন্দা ২৪ বছরের ওয়াসিম ২০২০ সালে প্রথমে ইউপিএসসি পরীক্ষায় বসেছিল। প্রথম বছরেই তাক লাগানো ফল করেছিল। সর্বভারতীয় ক্ষেত্রে ২২৫তম স্থান দখল করেছিল। কিন্তু ওই র্যাঙ্কিং নিয়ে আইএএস হওয়া সম্ভব নয় জানতে পেরে চাকরিতে যোগ দেয়নি। পরের বছর ২০২১ সালেও পরীক্ষায় বসেছিল। কিন্তু মনের মতো ফল হয়নি। তাই অদম্য জেদ নিয়ে গত বছর ২০২২ সালে তৃতীয়বার পরীক্ষা দিয়েছিল। আর তৃতীয়বারেই বাজিমাত করেছে ওয়াসিম। সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করায় আইএসএস হওয়া নিশ্চিত হয়েছে। জেলাশাসক হওয়া শুধু সময়ের অপেক্ষা। ছোটবেলার স্বপ্নপূরণ হওয়ায় আনন্দে আত্মহারা ওয়াসিম।