এই মুহূর্তে




বুদ্ধ প্রয়াণে ট্যুইটে শোকবার্তা মমতার, যাবেন শেষ শ্রদ্ধা জানাতেও

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: অদ্ভূত সমাপাতন দুইয়ের মধ্যে। রাজনৈতিক ভাবে দুইজনই যখন চূড়ান্ত সক্রিয়, তখন দুইজনই একে অপরের চূড়ান্ত বিরোধী। কিন্তু প্রথমজনকে পরাস্ত করে দ্বিতীয়জন যখন ক্ষমতায় এলেন, তখন থেকেই ছবিটা বদলে যেতে শুরু করে দিল। প্রাক্তনের(Former Chief Minister) পাশে দাঁড়ালেন বর্তমান(Standing Chief Minister)। একবার নয়, একাধিকবার। প্রাক্তনের প্রয়াণেও তাই শোকবার্তা দিলেন বর্তমান। জানালেন শেষ শ্রদ্ধা জানাতেও যাবেন তিনি। নজরে বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya) এবং মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একজন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী অপরজন বর্তমান। এদিন বুদ্ধের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মমতা ট্যুইট করে। লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের(Bengal) প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত।  বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে  চিনতাম এবং গত কয়েক বছরে  তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক  সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন ধুতি-পাঞ্জাবি এবং কোলাপুরি চপ্পলে আপাদমস্তক বাঙালি, বিতর্ক শিল্পনীতিতে

এখানেই থামেননি মমতা। জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এদিন অর্থাৎ বৃহস্পতিবার মমতার ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা। দুপুরে সেই সফরে রওনা হওয়ার আগে মমতা বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যাবেন। বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের তরফে বিষয়টি তদারক করার জন্য। বুদ্ধদেবের প্রয়াণের খবর প্রশাসনিক সূত্রে জানতে পারেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি মন্ত্রিসভার দুই সহকর্মীকে বলেন দ্রুত বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে যেতে। পরে রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে মমতা জানান, ‘আমরা রাজ্য সরকারের তরফে থেকে ওর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধা দিয়ে যাবতীয় সহযোগিতা করব। ওর দলের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে যেখানে ওরা অন্তিমযাত্রায় ওকে নিয়ে যেতে চান, তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের। যদি ওরা নন্দনে বা বিধানসভায় ওকে নিয়ে যেতে চান, আমরা সমস্ত সহযোগিতা করব। আর যেখানে ওরা ওকে শায়িত রাখার সিদ্ধান্ত নেবেন, আমি সেখানেই গিয়ে ওকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসব।’

আরও পড়ুন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ

রাজনৈতিক জীবনে পরস্পরের বিরুদ্ধে যুযুধান ছিলেন বুদ্ধদেব-মমতা। তাঁকে ক্ষমতাচ্যুত করেই মমতা রাজ্যের শাসনক্ষমতা দখল করেন। কিন্তু তার পর থেকে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অটুট থেকেছে। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে যে রাজনতিক তিক্ততা ছিল দু’জনের মধ্যে, শেষ কয়েক বছরে তার রেশ ছিল না একটুও। মমতা একাধিক বার বুদ্ধদেবের বাড়িতে গিয়েছেন তাঁকে দেখতে। বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্যের সঙ্গে মমতার যোগাযোগ অটুট ছিল। বুদ্ধদেব একাধিক বার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সময়েও তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে মীরাকে ফোন করে প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছেন মমতা। এদিন মমতা জানিয়েছেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। রাজনীতি আর মানবিকতা আলাদা। রাজনীতি মানবিকতাকেই সবচেয়ে আগে সম্মান জানায়। খুব খারাপ লাগছে। ওর মুখটা মনে পড়ছে। ওর স্ত্রী খুব ভাল। যখনই ওর বাড়িতে গিয়েছি, ওর স্ত্রী যত্ন করে, সম্মান দিয়ে কথা বলতেন।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকের আন্দোলনস্থল থেকে খোলা হল বাঁশ, সরল স্ট্যান্ড ফ্যান

২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি

সন্দীপ ঘোষের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল রাজ্য মেডিকেল কাউন্সিল

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর