এই মুহূর্তে




সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: তামাম বাংলা(Bengal) আজ তাকিয়ে থাকবে সুপ্রিম কোর্টের(Supreme Court) পানে। কেননা আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার(R G Kar Incident Case) শুনানি। শীর্ষ আদালতের নির্দেশ মতো এদিনই আবার সিভিক ভলান্টিয়ারদের(Civic Volunteer) নিয়ে বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্য সরকারকে(West Bengal State Government)। আর সেই কারণে আর জি কর কাণ্ডের মূল ঘটনার শুনানি নিয়ে আমজনতার যত না আগ্রহ দেখা যাচ্ছে, তার থেকে বেশি আগ্রহ দেখা যাচ্ছে সিভিকদের নিয়ে। তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট যে ৬টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল তা হলফনামায়(Affidavit) তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে হলফনামায় নিশ্চিত করা থাকছে যে স্কুল-কলেজ-হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিভিকদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে না। তাঁদের কোনও তদন্তের সঙ্গেও যুক্ত করা হবে না। তবে সিভিক তুলে দেওয়া হচ্ছে না। তা থাকছে রাজ্যে। কাজেই এখন যারা সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন, তাঁদের সকলের চাকরি থাকছে।

আরও পড়ুন, পুজোর ছুটিতে প্রেম, তারপরেই ঘরছাড়া নাবালিকারা, বাড়ি ফেরাতে হিমসিম খাচ্ছে পুলিশ

আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাই সিভিক ভলান্টিয়ার। সেই সূত্রেই এই মামলার সঙ্গে বাংলার সব সিভিক ভলান্টিয়ারদের ভবিষ্যৎ ও কর্মজীবন জড়িয়ে গিয়েছে। সেই সূত্রেই রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ৬টি প্রশ্ন করেছিল যার উত্তর এদিন রাজ্য সরকার জমা দেবে। সুপ্রিম কোর্ট যে ৬টি বিষয়ে জানতে চেয়েছিল সেগুলি হল – কোন আইনের ক্ষমতাবলে পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কী পদ্ধতিতে নিয়োগ হয়? তাঁদের যোগ্যতামান কী? তাঁদের আগে কোনও অপরাধের ইতিহাস রয়েছে কি না, তা প্রক্রিয়ায় যাচাই করা হয়? কোন কোন প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগ করা হচ্ছে? তাঁদের বেতন কী ভাবে দেওয়া হয় ও তার জন্য কত অর্থ বরাদ্দ করা হয়? এই সব প্রশ্নের উত্তর আজ দেবে রাজ্য সরকার। তবে রাজ্যের পুলিশ মহলের দাবি, সিভিকদের ছাড়া কাজ চলবে না। কেননা পুলিশ গড়ে ৫০ শতাংশ ভ্যাকান্সি নিয়ে কাজ চালাচ্ছে! রাজ্যে এখন প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ার রয়েছে। একটি ঘটনার জন্য তাঁদের চাকরি কেড়ে নিতে চায় না রাজ্য সরকার।

আরও পড়ুন, উপনির্বাচন মিটলেই তৃণমূলের সংগঠনে বড়সড় ঝাঁকুনি, রদবদল চূড়ান্ত

সিভিকদের ছাড়া যে চলবে না পুলিশ প্রশাসন সেটা বুঝেই এবার সিভিকদের প্রশিক্ষণ দেওয়ার পালাও শুরু হয়েছে। সেই সঙ্গে এদের নিয়ন্ত্রণের জন্য আইন আনার কথাও ভাবনাচিন্তার মধ্যে রয়েছে রাজ্য সরকারের। এখন একজন সিভিক ভলান্টিয়ারকে ৮ ঘন্টা ডিউটি দিতে বলা হয়। যদিও বাস্তবে তা ১০ থেকে ১২ ঘন্টাতেও দাঁড়ায়। তুলনায় কিন্তু তাঁরা অনেক কম বেতন পান। রাজ্যের সব পুলিশকর্তা সিভিকদের রাখার পক্ষ সহমত না হলেও তাঁরা একমত যে সিভিক যদি রাখতেই হয়, তা হলে বেসিক ট্রেনিং ও ডিসিপ্লিন শেখা আবশ্যক। দেখার বিষয় সুপ্রিম কোর্ট এদিন রাজ্য সরকারের হলফনামা নিয়ে কী বলে। তবে রাজ্য সরকার সাম্প্রতিককালে সিভিকদের বেতন বৃদ্ধি থেকে তাঁদের অবসরকালীন ভাতা বাড়িয়ে কার্যত বার্তা দিয়েছে যে এই পদ্ধতি বজায় রাখতে চায় তাঁরা। শুধুমাত্র একটি ঘটনার জন্য, শুধুমাত্র ১জনের জন্য গোটা সিভিক ভলান্টিয়ার বাহিনীকে দোষারোপের পক্ষে নয় নবান্ন। সুপ্রিম কোর্টকেও সেটাই এদিন জানিয়ে দেওয়া হবে। তাই রাজ্যের সব সিভিক ভলান্টিয়ারদের চাকরি সুরক্ষিতই থাকছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সমুদ্রের ৬ মিটার গভীরে যাবে গবেষণাযান, প্রযুক্তির নয়া পথে গার্ডেনরিচ!

নবান্নে মুখোমুখি সেলিম-মমতা! কেন বসতে হল বৈঠকে?

সাইবার প্রতারণা ঠেকাতে কমিক্স বই প্রকাশ রাজ্য সরকারের

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

মঙ্গলের বিকেলেই অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

অভীক-বিরুপাক্ষ কি আদতে বহিষ্কৃত ছিল ? দ্বন্দ্বের মুখে ধরনায় ডাক্তাররা!

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর