এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ফালাকাটায় আজ অভিষেকের সভা, তাকিয়ে আছেন জনতা

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) মাটিতে দলের হয়ে পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচারে ঝড় তুলতে আজ অর্থাৎ শনিবার আলিপুরদুয়ার(Alipurduyar) জেলায় আসছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন দুপুর ১২টায় ফালাকাটা(Falakata) ব্লকের পাঁচ মাইল হাটে স্থানীয় গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলের মাঠে জনসভায় ভাষণ রাখবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের এই সভা ঘিরে যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই দলের মঞ্চ, ফেস্টুন, ব্যানার ও অভিষেকের কাটআউটে সভাস্থলের এলাকা সাজিয়ে তোলা হয়েছে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নামতে পারে অভিষেকের কপ্টার। সেখান থেকে তিনি সড়কপথে মাদারিহাট হয়ে পাঁচ মাইলে সভাস্থলে যেতে পারেন।

আরও পড়ুন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি স্থগিত

তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলতে শনিবার গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলের মাঠে দলের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। এ জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জনসভায় ৫০ হাজার মানুষের জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। গত মাসে জেলায় নবজোয়ার কর্মসূচি করে গিয়েছেন অভিষেক। দলের ওই কর্মসূচির বিপুল সাফল্যের পর পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলতে ফের তিনি জেলায় আসছেন। পঞ্চায়েত ভোটের প্রচারে শনিবারের সভায় অভিষেক কী বার্তা দেন, সেদিকেই এখন তাকিয়ে আছেন আমাদের দলের নেতা-কর্মী আর সমর্থকেরা।’ পঞ্চায়েত নির্বাচনে দলের হইয়ে প্রচারের কাজ আগেই শুরু করে দিয়েছেন অভিষেক। সেখান থেকে নিয়মিত তিনি আক্রমণ শানছেন বিজেপিকে। যেমন শুক্রবার পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার বারাবনী বিধানসভার রূপনারায়ণপুরে(Rupnarayanapur) রোড শো করাকালীন সময়ে তিনি বিজেপিকে ‘ক্যান্সার’ বলে চিহ্নিত করেন।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ৫-৬ ধরনের থেরাপিতে জোর চিকিৎসকদের

তিনি বলেন, ‘বিজেপি(BJP) আলসার আর ক্যান্সারের মতোই বিপজ্জনক। দ্রুত নিরাময়ের জন্য কেটে বাদ দিতেই হবে। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। এটাকে একেবারে উৎখাত করে দিন। ওরা বলে, ক্ষমতায় এলে ডাবল ইঞ্জিন সরকার। আসলে ওটা ডাবল চুরির সরকার। একবার ইডি, সিবিআই দেখিয়ে চুরি করবে। তারপর সরকারে চুরি করবে। অন্যদিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিন সরকার! কেন্দ্র সব সাহায্য বন্ধ করে দিলেও, ৩৭ হাজার কোটি টাকা দিয়ে রাজ্যের ২ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিচ্ছেন। এটাই পার্থক্য। একটা সরকার মায়েদের হাতে ৫০০, ১০০০ টাকা তুলে দিচ্ছে, আর কেন্দ্র আধার-প্যান লিঙ্ক করিয়ে এক হাজার টাকা করে কেড়ে নিচ্ছে! আপনারা যাঁদের ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, সেই বিজেপি এমএলএরাই দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকা আটকাতে দরবার করছে। ১০০ দিনের কাজে বাংলার পাওনা সাড়ে সাত হাজার কোটি টাকা আদায় করে আনবই। পঞ্চায়েত ভোটের এক থেকে দেড় মাসের মধ্যে ১০ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রক ঘেরাও করব। যতক্ষণ না কেন্দ্র বাংলার গরিব মানুষের টাকা দিচ্ছে, ততক্ষণ উঠব না। প্রধানমন্ত্রী বলেছেন তিনি নাকি গ্যারান্টার! দুর্নীতি হতে দেবেন না। তিনি গ্যারান্টার বলেই, এই জেলার সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে গিয়ে বসে আছেন। তিনি গ্যারান্টার বলেই, যাঁকে নারদ কাণ্ডে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে, তিনি এখন বিজেপির নেতা!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহিষ্কৃত বিজেপি নেতাকে নিয়ে চা চক্রে যোগ দিয়ে বিতর্কে দিলীপ

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

‘অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল’ অভিমত মমতার

‘খলিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন’, আলুওয়ালিয়াকে প্রশ্ন ছুঁড়লেন মমতা

‘কেন চকোলেট বোমা ফাটলেও CBI, NSG-র দরকার পড়ে’, সন্দেশখালি কাণ্ডে সরব মমতা

দুর্গাপুরে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে বিপত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর