এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঘুরপথে বিজেপির হাত শক্ত করার পথে কুড়মি নেতারা

নিজস্ব প্রতিনিধি: মিলে সুর মেরা তুমহারা। একই সুরে গাই গান মোরা। সেই গান শোনা যাচ্ছে বিজেপি(BJP) আর কুড়মি নেতাদের(Kurmi Leaders) গলায়। রাজ্যের পঞ্চায়েত ভোটে কুড়মিরা কাকে সমর্থন করবে তা নিয়ে ওই আদিবাসী জনগোষ্ঠীর নেতারা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একদলের অভিমত ছিল সরাসরি বিজেপিকে সমর্থন করা, অন্য পক্ষের দাবি ছিল নিজেদের প্রার্থী দাঁড় করাবার। এই দুই মতের বিবাদ মেটাতে এখন কুড়মি সমাজের মাথারা ঠিক করেছেন, পঞ্চায়েত ভোটে(Panchayat Election) তাঁরা কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন করবেন না। প্রয়োজনে নির্দল প্রার্থী(Independent Candidate) তাঁরা দাঁড় করাবেন। বিজেপিও কিন্তু জানিয়েছে, যেখানে সরাসরি তাঁদের প্রতীকে কেউ প্রার্থী হতে চান না বা যেখানে তাঁদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই সেখানে তাঁরা নির্দল প্রার্থী দেবেন বা সেখানকার নির্দলপ্রার্থীদের কেউকে সমর্থন জানাবেন। অর্থাৎ দুইয়ে দুইয়ে চার। কুড়মিদের সমর্থন বিজেপির দিকে।

আরও পড়ুন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে হাজার কিমি রাস্তা নির্মাণ শেষ

এদিন অর্থাৎ সোমবার আদিবাসী কুড়মি সমাজের মূল মাথা অজিতপ্রসাদ মাহাতো পুরুলিয়ায় এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই তাঁরা সমর্থন দেবেন না। তাদের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন না আদিবাসী কুড়মি সমাজের কোনও প্রতিনিধি। এমনকী নিজেদের বাড়িতে ভোটের প্রচারে দেওয়াল লিখনও করতে দেবেন না। আদিবাসী কুড়মি সমাজের যাঁদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য আবেদন জানানো হবে ‘কুটুম কুটমালি ভায়াদি হামদমি’র মধ্যে দিয়ে। অজিত প্রসাদ মাহাতো এদিন জানিয়েছেন, ‘আমাদের আদিবাসী কুড়মিদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল অপমান করেছে। আমরা ঠিক করেছি, কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন দেব না। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের গিয়ে বোঝাব। মিষ্টি নিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝাব যে যারা আমাদের অপমান করছে, তাদের হয়ে কেন লড়বে?’ তবে তিনি এও জানান, কেউ নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চাইলে কোনও আপত্তি নেই। আর এখানেই ওয়াকিবহাল মহলের ধারনা অজিত আদতে বিজেপিকে সমর্থনের কথাটাই ঘুরপথে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন।

আরও পড়ুন দেশের থেকেও বাংলায় বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির Gross Enrollment Ratio

কীভাবে সমর্থন? কুড়মি সমাজের অনেকেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন আর সেই সব নির্দল প্রার্থীকে সমর্থন জানাবে বিজেপি। যার অর্থ, মিলে সুর মেরা তুমহারা। সামনা সামনি হাতেহাত মেলাতে অসুবিধা, তাই পর্দার পিছনে সব হিসাব কিসসা। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সরাসরি বিজেপিকে জানানো হচ্ছে না, কিন্তু ঘুরপথে বিজেপির সমর্থন নিয়ে প্রার্থী দাঁড় করানো হবে। আর যেহেতু তাঁরা নির্দল প্রার্থী তাই জিতে তাঁরা অনায়সে বিজেপিতে যোগদান করতেই পারেন। সারা দেশে যা চলছে তা বাংলায় হতে অসুবিধা কোথায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের চার সদস্য, শ্রীরামপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ

মমতার জন্মস্থান কুসুম্বায় লিড পেতে ঝাঁপাচ্ছে তৃণমূল

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গঙ্গারামপুরে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর