নিজস্ব প্রতিনিধি: করোনা আতঙ্কের জন্য ইংল্যান্ডের মাটিতে চলা সিরিজের শেষ টেস্ট বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট দল। যেটা ছিল পঞ্চম তথা শেষ টেস্ট। ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে। কিন্তু অজুহাত দেখিয়ে খেলা শুরু হওয়ার দিন সকালে মাঠে না নামার সিদ্ধান্ত নেন কোহলি, রোহিতরা।
যেই কারণে গোটা ক্রিকেটমহলজুড়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিভিন্ন দিক থেকে টিম ইন্ডিয়াকে কেন্দ্র করে ভেসে আসতে থাকে একাধিক মতামত। তবে ভারতীয় বোর্ডের তরফ থেকে এই ম্যাচকে করার অনুরোধ জানানো হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবিও) এই প্রস্তাবে রাজি হন।
সূত্রের খবর, আগামী বছরই হতে পারে এই বাতিল হওয়া টেস্ট ম্যাচটি। তবে সেই খেলাটি এই পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে নাকি আলাদা ধরা হবে তা ঠিক হয়নি। বিসিসিআই চাইছে ওই পাঁচ ম্যাচের সিরিজের মধ্যেই আগামী বছর হতে চলা টেস্টকে ধরে নেওয়া হোক। কারণ, সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মেন ইন ব্লু। আর ইংরেজদের মাঠিতে ২০০৭ সালের পর ফের সিরিজ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে।