27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:07 am
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত পাকিস্তানের অন্যতম প্রাক্তন সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত জাহির আব্বাস (Zaheer Abbas)। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জাহির আব্বাস ভর্তি প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতালে। তিনদিন আগে তাঁকে ভর্তি করতে হয়। হাসপাতাল ও পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, প্রাক্তন এই পাক ক্রিকেটারের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে অক্সিজেন্ট সাপোর্টে (oxygen support) রাখা হয়েছে।
জানা গিয়েছে, দুবাই (Dubai) থেকে তিনি কিছুদিন আগে লন্ডন পৌঁছন। সেখানে পৌঁছলে কিডনিতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরীক্ষার পর দেখা যায়, তিনি একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত নিউমোনিয়াতেও। করোনার চিকিৎসার পাশাপাশি তাঁর ডায়ালিসিসও চলছে। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। জাহির আব্বাসের (Zaheer Abbas)। জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্য়াল বোর্ড। একই সঙ্গে তিন রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসকমহলও রীতিমতো উদ্বেগে
তাঁর পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। শারীরিক অসুস্থতা নিয়েই তিনি দুবাই যান। সেখান থেকে লন্ডন। জাহির আব্বাসের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে পাকিস্তানে ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়। সে দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রাক্তন এই খেলোয়াড়ের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাকিস্তানে তাঁর গুণমুগ্ধরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।
হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, জাহির আব্বাসের (Zaheer Abbas) সঙ্গে শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন করোনায় আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ড যাত্রা স্থগিত