এই মুহূর্তে




শুরু শেষ আটের ‘মহাযুদ্ধ’, ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিল AI




নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। আজ শনিবার (২৮ জুন) রাতেই শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ আটে ওঠার ‘মহাযুদ্ধ’। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দুই ক্লাব বোটাফিগো ও পালমেইরাস। মধ্য রাতে অন্য ম্যাচ মুখোমুখি হবে বেনফিকা ও চেলসি। আর শেষ আটের মহারণ শুরুর আগেই কারা চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই)।

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্ল্যামেঙ্গো, ম্যানেস্টার সিটি, আল-হিলাল,ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড।  সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ চাম্পিয়ন হয়েছে পিএসজি। তাছাড়া রিয়াল,,জুভেন্টাস, বায়ার্নের মতো ক্লাব ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি হিসাবে পরিচিত। অথচ এদের কাউকেই সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় রাখেনি এআই। তাহলে কাকে রেখেছে?

এআই-এর ভবিষ্যদ্বাণী এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ জিতবে আর্লিং হল্যান্ডদের ম্যান সিটি। গ্রুপ লিগে ৩২টি দলের মধ্যে শুধু সিটিজেনরাই প্রতিটি ম্যাচে জয় পেয়েছে। রদ্রি, বেনার্ড সিলভা, ফিল ফোডেন ও আর্লিং হালান্ডের পাশাপাশি দলে নতুন যোগ দেওয়া দুই মিডফিল্ডার টিজানি রেইন্ডার্স ও রায়ান ছের্কি দারুণ ফুটবল খেলছেন। ভার্ডিওল, আকাঞ্জিদের নিয়ে গড়া ম্যান সিটির রক্ষণ প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে অনেক ভাল। ফুটবলারদের ফর্ম, খেলার কৌশল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই ম্যান সিটিকে সম্ভাব্য বিজয়ী হিসাবে চিহ্নিত করা হয়েছ। এআই-এর  ভবিষ্যদ্বাণী অনুসারে, চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্য্যান সিটির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে জবি আলোনসোর রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। ফাইনালে মুখোমুখি হতে পারে ম্যান সিটি ও ফ্ল্যামেঙ্গো। এবার দেখার হল, এআইয়ের ভবিষ্যদ্বাণী মেলে কিনা?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

অর্থের অভাবে অনিশ্চিত রহড়ার ঐশীর জাতীয় ভারোত্তোলনে অংশগ্রহণ, সাহায্যের আবেদন মায়ের

 ইতিহাস গড়ে প্রথমবার টি ২০ বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ