এই মুহূর্তে




ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল ব্রাজিল




নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেয়েছেন  কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি যুগের সূচনা হয়েছিল গোলশূন্য ড্র দিয়ে। কিন্তু খুব বেশিদিন অপেক্ষা করতে হল না তাঁকে। নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বকাপের টিকিট জিতে নিয়েছে ব্রাজিল।

জানা গিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তারপরেই বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কার্লো আনচেলত্তি কোচ হওয়ার পরে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। হতাশ হয়েছিলেন সমর্থকরাও। ইকুয়েডর ম্যাচ। কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা।

প্যারাগুয়ের বিপক্ষে সেই পরিস্থিতির বদল ঘটেছে। আনচেলত্তির দল আক্রমণেও দাপট দেখিয়েছে। প্যারাগুয়ের ৫ শটের বিপরীতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা শট নিয়েছেন ১১টি। শেষপর্যন্ত ভিনিসিয়ুসের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

জয়ের এই গোলটাও হয়েছে খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে পৌঁছে। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের ডান দিকের কিছুটা বাইরে বল পেয়েছিলেন রাফিনিয়া। ওই জায়গা থেকে কলম্বিয়ার ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে ছোট পাস দেন বার্সা উইঙ্গার। সেটি নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন কুইয়া। সেই সুযোগ নিয়ে বল জাল জড়িয়েছেন ভিনিসিয়ুস।

১-০ গোল হওয়ার পরে বিরতিতে যাওয়ার পরে খেলতে নেমে ব্রাজিল আক্রমণাত্মক হয়েছিল। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোল করতে গিয়েও পারেনি। গোলের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।। ১৬টি ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ১৬টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে প্যারাগুয়ে।

কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরের বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার ১৮ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ভেনেজুয়েলা। সব খেলার পরেও ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত ব্রাজিলের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

টেস্ট বিশ্বকাপ ফাইনালে রাবাডার আগুনে বোলিংয়ে ২১২ রানে শেষ অস্ট্রেলিয়া

‘আমি পাগল নই…’, আরসিবি কেনা নিয়ে নীরবতা ভাঙলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ