নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও এশিয়ার সেরা একাদশ বাছাই করল উইজডেন। মহাদেশের সেরা এগারো জন ক্রিকেটারকে নিয়ে টিম বানাল এই সংস্থা। সেখানে স্থান পেলেন ভারতের তিন ক্রিকেটার। তারা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ। এঁরা ছাড়া দেশের আর কোনও ক্রিকেটারই এখানে স্থান পাননি।
তবে শুধু ভারতই নয়, পাকিস্তানের তিন ক্রিকেটারও এশিয়ার সেরা একাদশ দলে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন বাবর আজম, ফখর জামান ও শাহিন আফ্রিদি।
এছাড়া বাংলাদেশের তিন ক্রিকেটারও এশিয়ার সেরা একাদশে রয়েছেন। টাইগারদের দল থেকে সাকিব আল হাসান, মুশফিকুর রহমন এবং মুস্তাফিজুর রহমানের নাম আছে। এছাড়া আফগানিস্তানের দুই ক্রিকেটার মহম্মদ নবি এবং মুজিব উর রহমান এশিয়ার সেরা একাদশে জায়গা পেয়েছেন।