এই মুহূর্তে




জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল থেকে বাদ দেওয়া কেরলের কোচি টাস্কার্সকে ক্ষতিপূরণ বাবদ ৫৩৮ কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। ওই রায় নিয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি তবে সূত্রের খবর, বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারেন বোর্ড কর্তারা।

আইপিএল শুরু হওয়ার চার বছরের মাথায় ২০১১ সালে ফ্র্যাঞ্জাইজি হিসাবে খেলার অনুমতি পেযেছিল কোচি টাস্কার্স কেরালা। কিন্তু এক বছর খেলার পরেই উপযুক্ত পরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে না পারায় দলটিকে বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিশিপ বাতিল করতে গিয়ে বোর্ডের তরফে বলা হয়েছিল, কোচি টাস্কার্স কেরালার মালিক কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড (কেসিপিএল) ব্যাঙ্ক গ্যারান্টি সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সালিশি আদালতের (আরবিট্রেশন কোর্ট) দ্বারস্থ হন কোচি টাস্কার্সের মালিকরা। ২০১৫ সালে আরবিট্রেশন আদালত কেসিপিএলকে ৩৮৪ কোটি টাকা এবং রেন্ডেজভাস স্পোর্টস ওয়ার্ল্ডকে(আরএসডব্লিউ)১৫৩ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দরজায় কড়া নাড়েন বিসিসিআইয়ের কর্তারা। তাঁদের যুক্তি ছিল, সালিশি আদালত তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে ওই রায় দিয়েছে। তবে বম্বে হাইকোর্টের বিচারপতি আরআই চাগলা বিসিসিআইয়ের ওই যুক্তি মানেননি।। দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার রায় দিতে গিয়ে তিনি সালিশি আদালতের নির্দেশ বহাল রেখেছেন এবং কোচি টাস্কার্স কেরালাকে ৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ