আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব তাঁকে ‘ঘাস কোর্টের রাজা’ রাজা বলে জানে। আর সেই ঘাসের কোর্টের অন্যতম টেনিস টুর্নামেন্ট হল উইম্বলডন। যার ১২টি ফাইনালে খেলেছে তিনি। তাই সেই উইম্বলডন দিয়েই ফের কোর্টে ফিরতে চলেছেন রজার ফেডেরায়। এই টুর্নামেন্টটি তাঁর ভীষণই প্রিয়।
শেষ উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে হয়েছিল সুইস টেনিস তারকাকে। তারপর থেকে ক্রমাগত চোট-আঘাতে জর্জরিত হয়ে আর টেনিস কোর্টে দেখা যায়নি ফেডেক্সকে। তবে আগামী উইম্বলডন দিয়েই ফের কামব্যাক করতে চাইছেন তিনি। এটা রজারের ফ্যানেদের জন্যও একটা বড় সুখবরই বলা যায়।
সম্প্রতি একটি সাক্ষাতকারে ফেডেরার বলেছেন, ‘সত্যি কথা বলতে বয়স বেড়েছে। তাই আগের মতো এখন চাপ না নেওয়াটাই উচিত। কারণ, বয়সের সঙ্গে শরীরের ক্ষমতাও কমে। এটাই বাস্তব। চোটের কারণে অনেক কিছুই আমি মিস করেছি। বহুদিন কোর্টে নামতে পারিনি। তবে ধীরে-ধীরে ফিট হয়ে উঠছি। আশা করছি, উইম্বলডন দিয়ে শুরু করতে পারব।’