এই মুহূর্তে




দূর হল আর্থিক বৈষম্য! বিদেশ সফরে এবার ছেলেদের সমান ভাতা পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররাও

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আর নয় বৈষম্য, এবার থেকে বিদেশ সফরে পুরুষ ক্রিকেটারদের সমান ভাতা পাবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। বাঘিনীদের দৈনিক ভাতা ও ট্যুর ফি সমান সমান দেওয়া হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন যে, বেতন, ম্যাচ ফি সহ অনেক ক্ষেত্রেই তাঁরা পুরুষ ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। অনেক ক্ষেত্রের তাঁরা পুরুষ ক্রিকেটারদের মতো সমান অধিকার পান না। জ্যোতির এই দাবি উড়িয়ে দিতে পারেনি BCB।

তাই এবার নারী-পুরুষ ক্রিকেটে আর আর্থিক বৈষম্য রাখল না দেশটির ক্রিকেট বোর্ড। এবার থেকে নারী এবং পুরুষ ক্রিকেটার উভয়েই সমান সূযোগ সুবিধা পাবেন। তবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে। বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়ে ছেন, এবার থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে মেয়ে উভয় ক্রিকেটারের সমান হবে। সুতরাং এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। এখন মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান।

সেখানে নারী ক্রিকেটারদের দেওয়া হত মাত্র ৭৫ ডলার। যা পুরুষ ক্রিকেটারদের থেকে অনেকটাই কম। তাতেই আওয়াজ উঁচিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার নারী ক্রিকেটারদের কথা রাখতেই এবার বিসিবির নারী বিভাগ জানাল, গত বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রাক্তন সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম বিদেশ সফরের ক্ষেত্রে পুরুষ ক্রিকেটারদের সমান সমান ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ