এই মুহূর্তে




‘জয় হো’, পার্‌থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারালেন বুমরারা




নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হওয়ার পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। পার্‌থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন যশপ্রীত বুমরারা। প্রথম ইনিংসে ভারত করেছিল ১৫০। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির জোড়া শতরানের সুবাদে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত। জয়ের জন্য ৫৩৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২৩৮ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ফলে প্রথম টেস্টে ২৯৫ রানে জয়ী হলেন যশপ্রীত বুমরারা।

সোমবার (২৫ নভেম্বর) তিন উইকেটে ১২ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। লজ্জার হার এড়াতে হলে অজি ব্যাটারদের প্রয়োজন ছিল ৫২১ রান তোলার। যা কঠিনই ছিল। স্টিভ স্মিথ ও উসমান খোয়াজা ছিলেন ক্রিজে। দুই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। কিন্তু নিরাশ করেন খোয়াজা। স্কোর বোর্ডে ২ রান যোগ হতেই মহম্মদ সিরাজের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খোয়াজা (৪)। ১৪ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপদে পড়ে যায় স্বাগতিকরা। যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চরম বিপদে পড়ে যায় অজি ব্যাটাররা। খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিল স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। দুজনে ৬২ রান যোগ করেন। স্মিথকে (১৭) ফিরিয়ে জোর ধাক্কা দেন মহম্মদ সিরাজ। মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই ৫ উইকেট খোয়ায় প্যাট কামিন্সের দল।

একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা ট্র্যাভিস হেড ষষ্ঠ উইকেটে মিচেল মার্শের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যান। হেড ও মার্শের ব্যাটে ১৫০ রান পার করে অস্ট্রেলিয়া। যেভাবে ব্যাট করছিলেন হেড তাতে এক সময়ে মনে হচ্ছিল দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে না পারলেও নিজের শতরানের দেখা পাবেন। কিন্তু তাঁকে শতরান থেকে বঞ্চিত করেন যশপ্রীত বুমরা। ব্যক্তিগত ৮৯ রানে ঋষভ পন্থের তালুবন্দি হয়ে বিদায় নেন হেড। খানিকবাদে নীতীশ কুমার রেড্ডির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মার্শ। অষ্টম উইকেটে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। বল করতে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। চতুর্থ বলে স্টার্ককে (১২) ফিরিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন। শেষ বলে শূন্য রানে সাজঘরে ফেরান নাথান লায়নকে। চা বিরতির খানিক বাদে অ্যালেক্স ক্যারিকে (৩৬) ফিরিয়ে অজি ইনিংস গুটিয়ে দেন হর্ষিত রানা। ২৩৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। জশ হ্যাজলউড অপরাজিত থাকেন ৪ রানে।  দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক যসপ্রিত বুমরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তান ক্রিকেটে অশান্তি চলছেই, টেস্ট দলের কোচের পদে ইস্তফা গিলেসপির

বাংলাদেশকে চুনকাম করে একদিনের সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন গুকেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের পরিবর্তে টি টোয়েন্টি ফরম্যাটে?

সীমান্তের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ

টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে পাক দলের নজির ভাঙলেন রাহানেরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর