-273ºc,
Friday, 9th June, 2023 2:59 am
নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বোলারদের পরে ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্স উপহার দিল নাইট ব্যাটাররা। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার ছাড়া আর কোনও ব্যাটাররাই বড় রান করতে পারেননি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলস্বরূপ শনিবার মোহালি স্টেডিয়ামে বৃষ্টিবিঘিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে সাত রানে পঞ্জাবের কাছে হেরে গেল নাইটরা। পঞ্জাবের হয়ে আরশদীপ সিং ১৯ রানে তিন উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম ওভারেই ১৩ রান তুলে জয়ের আশা জাগিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও মনদীপ সিং। কিন্তু দ্বিতীয় ওভারে নাইট শিবিরে জোড়া ধাক্কা দেন আরশদীপ। প্রথম বলে ফরিয়ে দেন মনদীপকে (২)। আর শেষ বলে চার রানে অনুকূল রায়কে ফেরান। ১৭ রানে দুই উইকেট হারানোর পরেই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বেঙ্কটেশ আইয়ারকে নামানোর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক। খানিক বাদেই ভালো খেলতে থাকা গুরবাজকে (২২) আউট করেন এলিস। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কলকাতা। এর পরে ইমপাক্ট খেলোয়াড় হিসেবে নামা বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে দলের পতন রোধ করার চেষ্টা চালান নাইট অধিনায়ক নীতীশ রানা। সাত ওভার শেষে কলকাতার সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৫০।
১৭ বলে ২৪ রান করা নীতীশকে ফিরিয়ে ফের নাইট শিবিরকে ধাক্কা দেন সিকান্দার রাজা। খানিক বাদে ফেরেন দীপক চাহারের বলে ফেরেন রিঙ্কু সিংহ (৪)। বেঙ্কটেশ ও আন্দ্রে রাসেল জুটি বেঁধে পঞ্জাবের বোলারদের সামলানোর চেষ্টা চালান। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫০ রান যোগ করেন দুজনে। রাসেলকে (১৯ বলে ৩৫) ফিরিয়ে পঞ্জাবকে ব্রেক থ্রু এনে দেন সাম কুরান। খানিকবাদে বেঙ্কটেশকে (২৮ বলে ৩৪) ফিরিয়ে নাইটের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দেন আরশদীপ সিং। ১৬ ওভারের পরেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। তখন নাইটদের স্কোর ছিল সাত উইকেটে ১৪৬। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী পঞ্জাবের চেয়ে সাত রানে পিছিয়ে ছিল নাইটরা। শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় প্রথম ম্যাচে সাত রানে হেরেই মাঠ ছাড়তে হলো নীতীশ রানাদের।