এই মুহূর্তে




সতীর্থদের হাতে ‘আদরের’ চড়-থাপ্পড় খেলেন রুডিগার

courtesy google




নিজস্ব প্রতিনিধি : কিল থাপ্পড় খেতে কেমন লাগে ? এই প্রশ্নটা বোধহয় আন্টোনিও রুডিগারকে করলে সবচেয়ে ভাল হয়। একমাত্র ইনি আপনার প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারবে। কেন বলছি জানেন ?  কেননা আর কারোর থেকে নয় নিজের সহকর্মীদের কাছ থেকে একটার পর একটা কিল থাপ্পড় খেয়েছেন এই জার্মান ফুটবলার। এখন প্রশ্ন থেকে যাচ্ছে রুডিগার তো নিজের দলের হয়ে গোল করেছেন, ভাল খেলেছেন তবুও তাঁকে মার খেতে হল কেন ?

আসলে বিষয়টা হল পুরোপুরি মজার ছলে করা। রিয়ালের ৩-১ গোলের জয়ে ৮৩ মিনিটে কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি রুডিগারের। লুকা মডরিচের কর্নার থেকে ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগে গোল পেল রিয়াল।গোল করেই মাঠের এক কোণে ছুটে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন জার্মান এই ডিফেন্ডার। এদিকে রিয়াল ফরোয়ার্ড এনদ্রিক ও ডিফেন্ডার এদের মিলিতাও হাঁটু ও মাথা মুড়ে ওপর হয়ে থাকা রুডিগারের পিঠে বেশ কয়েক ঘা বসিয়ে দিলেন ! ব্যস সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল সমাজমাধ্যমে।

একেবারে কিল থাপ্পড় আর কী, স্প্যানিশ সংবাদমাধ্যম যার নাম দিয়েছে ‘শাওয়ার অব স্ল্যাপস’ বা থাপ্পর-বৃষ্টি। শুধু এনদ্রিক ও মিলিতাও-ই নয়, কিলিয়ান এমবাপ্পেও রুডিগারকে একই কায়দায় অভিনন্দন জানালেন। এবার বুঝলেন তো সবটাই ছিল অভিনন্দনের কায়দা।

কেননা রুডিগার নাকি অন্যকেও এইভাবেই অভিনন্দন জানান।এটি আর কেউ নয়, খোলসা করলেন স্বয়ং এমবাপ্পেই। এই নিয়ে তিনি জানান,‘রুডিগারকে আমি চাপড়–থাপ্পড়গুলো ফেরত দিয়েছি। সে আমাকে অনেক চাপড় মারে।এবার ছিল আমার তা ফিরিয়ে দেওয়ার পালা।’

উল্লেখ্য,রিয়ালের হয়ে এই পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৫ গোল করা এমবাপ্পে গোল করলেই রুডিগার উদ্‌যাপনের ছলে তাঁর পিঠে কয়েকটা চাপড় বসিয়ে দেন। অবশ্যই সেটি মজার ছলেই। মঙ্গলবার রাতেই যেমন রুডিগারের পিঠে কয়েক ঘা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রায় সব ভিডিওতেই দেখা গেছে, রুডিগার তাঁর সহকর্মীদের পিঠে চাপড় দিয়েছেন। যেমন গতকালের ম্যাচ শেষে হুট করেই ভিনিসিয়ুস জুনিয়রের পিঠ বেশ জোরেই চাপড়ে দিয়েছিলেন রুডিগার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নতুন ইনিংস শুরু করছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না, মিরপুর স্টেডিয়াম চত্বরে সাকিব বিরোধী গ্রাফিতি

দলে ফিরেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না মেসি, ড্র করে মাঠ ছাড়ল বিশ্বজয়ীরা

ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ কিনবেন নেইমার, জানেন কী এই দ্বীপের রহস্য ?

শেষ মুহুর্তের গোলে চিলির বিরুদ্ধে কোনও মতে জয় ব্রাজিলের

বিশ্বকাপের মাঝপথে বাবার মৃত্যু, তড়িঘড়ি দেশে ফিরলেন পাক অধিনায়ক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর