-273ºc,
Friday, 9th June, 2023 2:57 am
নিজস্ব প্রতিনিধি: পেশাদার ফুটবলকে আলবিদা জানালেন বিশ্বকাপজয়ী জার্মানি দলের অন্যতম সদস্য মেসুত ওজিল। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বুট তুলে রাখার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদারি ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। কিন্তু কয়েক মাস ধরে চোটে জর্জরিত। যে কারণে বুঝতে পেরেছি সময় হয়েছে সবুজ ঘাসকে বিদায় জানানোর।’
১৭ বছর আগে জার্মান ক্লাব শালক ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলেন মেসুত ওজিল। তার পরে নাম লেখান আর এক জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনে। দুর্দান্ত খেলে ডিএফবি ফোকাল কাপ জেতানোর পাশাপাশি ২০০৯ উয়েফা কাপের ফাইনালেও তুলেছেন ব্রেমেনকে। তার পরেই ওজিলকে মোটা অর্থের বিনিময়ে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের হয়ে দুর্দান্ত খেলে নজর কাড়েন সবার। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বেঁধে দলকে অনেক ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম নামী ক্লাব আর্সেনালে যোগ দেন। টানা আট বছর কাটান ওই ক্লাবে। যদিও শেষের দিকে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মনমালিন্যে জড়িয়ে পড়েন। ফলে আর্সেনাল ছেড়ে যোগ দেন তুরস্কের ফেনারবেচে।
২০১৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা ওজিল জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই করে নেন। দেশের বিশ্বকাপজয়ে বড় অবদান রাখেন এই মিডফিল্ডার। দেশের হয়ে ৯২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। গোল করেছেন ২৩টি। যদিও গত কয়েক বছর ধরেই চোট আঘাতে জর্জরিত ছিলেন ওজিল। আর চোটের কারণে ৩৪ বছর বয়সেই ফুটবলকে আলবিদা জানালেন।