এই মুহূর্তে




বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত




নিজস্ব প্রতিনিধি: জল্পনাতেই সিলমোহর পড়ল। শনিবার (২৮ জুন) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারার পরেই টাইগারদের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন  নাজমুল হোসেন শান্ত।  মাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে অধিনাযকত্ব ছাড়ার ঘোষণা করে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। একটা কথা স্পষ্ট করে দিতে চাই, এটা কোনও ব্যক্তিগত বিষয় নয়। দলের ভালর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এতে দলের ভাল হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’ এক প্রশ্নের জবাবে পদত্যাগী নাজমুল জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগকে বেশ কয়েক দিন আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শ্রীলঙ্কার গলে প্রথম টেস্টের পরেই দাবানলের মতো ছড়িয়ে যে  একদিনের অধিনায়কত্ব থেকে যেভাবে তাঁকে সরানো হয়েছে তা ভালভাবে মেনে নিতে পারেননি শান্ত। ঘনিষ্ঠদের কাছে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে বিসিবি কর্তাদের সঙ্গে দেখা করে টেস্ট অধিনায়কত্ব থেকে অব্যাহতি চাইবেন। নিজের ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর দিতে স্বেচ্ছাতেই টি টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। বিসিবি কর্তাদের জানিয়েছিলেন, একদিনের ও টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু সম্প্রতি একদিনের ফরম্যাটের অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। অথচ ওই নিয়োগের আগে শান্তর সঙ্গে কথাই বলেননি বিসিবির কর্তারা। যেভাবে তাঁকে না জানিয়ে ওয়ানডে ফরম্যাটের সেনাপতির দায়িত্ব থেকে সরানো হয়েছে, তা যথেষ্ট অপমানজনক বলেই মনে করছেন শান্ত। তিনি আগামীতেও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং শ্রীলঙ্কা সফর ঘিরে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

আচমকা না জানিয়ে শান্তকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। বোর্ড পরিচালকরা সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বহু দেশেই তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে প্রত্যেকেই নিজের ফরম্যাটের দিকে বাড়তি নজর দিতে পারেন। শান্তও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

‘এখনও মনে আছে সেই সব রাত…’’, মেয়ে আয়রার জন্মদিনে আবেগপ্রবণ শামি

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ