এই মুহূর্তে




IND vs NZ 1st T20: ব্যাটারদের ব্যর্থতায় কিউইদের কাছে হারল ভারত

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ব্যর্থ গেল টি টুয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা সূর্য কুমার যাদব ও ওয়াশিংটন সুন্দরের ঝোড়ো ব্যাটিং। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রানে ২১ হার মানল টিম ইন্ডিয়া। একদিনের সিরিজে দাগ কাটতে ব্যর্থ হলেও প্রথম টি টুয়েন্টিতে ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখালেন কিউইরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যমাত্রা  নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। শুরুতেই বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া।  দলের স্কোর বোর্ডে ১০ রান যোগ হতে না হতেই মার্ক ব্রেসওয়ালের বলে সাজঘরে ফিরে যান তরুণ ওপেনার ঈশান কিষাণ। তাঁর অবদান পাঁচ বলে মাত্র চার রান। এক রান যোগ হওয়ার পরে ফের ধাক্কা। ছয় বল খেলে কোনও রান না করে আউট হন রাহুল ত্রিপাঠী। সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে দুর্দান্ত খেলে নজর কাড়া শুভমন গিলও এদিন সুবিধা করতে পারেননি। ৬ বলে সাত রান করে তিনিও সাজঘরে ফেরেন।

১৫ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বিধ্বংসী হওয়া কিউই বোলারদের সামলাতে পাল্টা আক্রমণের পথে হাঁটেন দুজনে। দুজনে মিলে ৫০ বলে ৬৮ রান সংগ্রহ করেন। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন টি টুয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার। তার ইনিংসে ছিল চারটি ছয় ও দুটি ছক্কা। সূর্য ফেরার খানিকবাদে আউট হয়ে যান হার্দিক পাণ্ড্যও। দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারলেন না ভারত অধিনায়ক। ২০ বলে ২১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ফেরেন তিনি। ১৩ ওভারে ভারতের রান দাঁড়ায় পাঁচ উইকেটে ৯০।

জয়ের জন্য প্রতি ওভারে প্রয়োজনীয় রান ১২-এর উপরে দাঁড়ানোয় চাপে পড়ে যান ভারতের শেষের দিকে ব্যাটসম্যানরা। ১০ বলে ১০ রান করে মিচেল সান্তনারের বলে সাজঘরে ফেরেন দীপক হুডা। সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ভারতের আশা। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছিলেন ওয়াশিংটন সুন্দর। ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তার লড়াই জলে যায়। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেডারেশনকে খোঁচা, ISL নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

গোল অ্যাসিস্টে রেকর্ড মেসির, এই প্রথম সেমিফাইনালে মায়ামি

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

ধোনি-কোহলির সঙ্গে একই আসনে সূর্য, কী নজির গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

ব্রিসবেনে নয়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, সিংহাসনচ্যূত করলেন অসি খেলোয়াড়কে

ক্রিকেটের নন্দনকাননে বঙ্গভূষণে সম্মানিত রিচা, তুলে দেওয়া হল সোনার ব্যাট বল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ