এই মুহূর্তে




FIFA CLUB WORLD CUP: গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, শেষ চারে চেলসি




নিজস্ব প্রতিনিধি: একেই বলে তীরে এসে তরী ডোবা। গোটা প্রতিযোগিতায় ভাল খেলেও শেষ মুহুর্তে এসে গোলরক্ষকের ভুলে চেলসির কাছে ২-১ গোলে হেরে গেল ব্রাজিলের পালমেইরাস। সেইফাইনালে ইংলিশ প্রিমিয়ার ক্লাব চেলসি মুখোমখি হবে ব্রাজিলের আর এক ক্লাব ফ্লুমিনেন্সের। যারা শুক্রবার রাতে আল-হিলালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। যদিও আক্রমণের নিরিখে পালমেইরাসের চেয়ে সামান্য এগিয়ে ছিল চেলসি। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্লুজরা। গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোলে পালমার। এর পর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি। যদিও তেকাঠির নিচে বল রাখতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ব্লুজরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় পালমেইরাসের খেলোয়াড়রা। বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ শানায় ব্রাজিলের ক্লাবটি। এমন এক আক্রমণ থেকেই ৫৩ মিনিটে চেলসির জালে বল জড়ান  ১৮ বছর বয়সী তরুণ এস্তেভাও উইলিয়ামস। বক্সের কোনাকুনি থেকে বাঁ-পায়ের দারুণ শটে চেলসি গোলরক্ষককে বোকা বানান। আর কয়েকদিন বাদেই চেলসির জার্সি গায়ে দেখা যাবে উইলিয়ামসকে। সমতা ফেরার পর তেড়েফুঁড়ে নামে চেলসি। যদিও রক্ষণে ভিড় বাড়িয়ে ব্লুজদের গোল পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আবেল পেরেইরার দল। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে ঠিক তখনই চরম ভুল করে বসেন পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটন। চেলসির লুইস গুস্ত বাঁ পায়ে ছোট করে শট নেন। তা পালমেইরাস ফুটবলারের পায়ে সামান্য লেগে ওয়েভারটনের সামনে পড়ে জালে চলে যায়। বল সামান্য বাক বদলানোয় বোকা বনে যান পালমেইরাস গোলরক্ষক। ম্যাচের বাকি সময়টা পালমেইরাসকে রুখে শেষ চারে ওঠা নিশ্চিত করে ব্লুজরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ