-273ºc,
Friday, 2nd June, 2023 8:46 pm
নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে পদত্যাগ আর অবসরের হিড়িক লেগেছে বাংলাদেশের জাতীয় মহিলা দলে। শুক্রবার প্রথমে নিজের অবসরের কথা সংবাদমাধ্যমের কাছে ঘোষণা করেন সাফকাপ জয়ী বাংলাদেশ মহিলা দলের অন্যতম সেরা স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। তার অবসরের রেশ কাটতে না কাটতেই আবার ধ্বস জাতীয় দলে। স্বপ্নার পথ অনুসরণ করে জাতীয় দল থেকে পদত্যাগ করলেন জাতীয় দলের অন্যতম সফল কোচ গোলাম রব্বানি।
এরপরই সংবাদিকদের মুখোমুখি হয়ে গোলাম রব্বানি বলেন, বর্তমানে আমি আর বাংলাদেশ জাতীয় দলের কোচের ভূমিকায় থাকতে রাজি নই। চলতি মাস অবধি কাজ করে আমি পদত্যাগ করছি। এবং আমি আমার পদত্যাগপত্র খুব শীঘ্রই চিঠি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দেব।
কি এমন হল যে, আচমকাই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রব্বানি বলেন, জাতীয় দলের কোচ থাকা মানেই অনেক চাপ থাকে। পরিবার বা বন্ধুবান্ধব কাউকেই সেইভাবে এতদিন সময় দিতে পারিনি। বাংলাদেশ মহিলা দল সাফল্যের মুখ দেখাতে তাদের ওপর দেশবাসীর প্রত্যাশা বাড়ছে। কাজেই আগামী দিনে চাপ আরও বাড়বে। তাই আমি মনে করলাম বিদায়ের এটাই উপযুক্ত সময়। এবার নতুন কেউ এসে দায়িত্ব কাঁধে নিক।
আরও জানতে পড়ুন: আকাশ দেশের হয়ে বিশ্বকাপ খেলুক, এমনই প্রার্থনা অবতার সিং-এর
প্রসঙ্গত, বাংলাদেশের ফুটবল সমর্থকরা মনে করেন, তাঁদের মহিলা দলের ফুটবলের বর্তমান যে সাফল্য, তার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে গোলাম রব্বানির। দীর্ঘ প্রায় এক যুগ ধরে তিনি জাতীয় দলের কোচিং-এর যুক্ত। সূত্র মারফত জানা যাচ্ছে, রব্বানির ফুটবল কর্তাদের ওপর অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও ফুটবলকে এখনই বিদায় জানাচ্ছেন না তিনি। কোনও ক্লাবের কোচিং করার ভাবনা রয়েছে তাঁর।
অন্য দিকে শুক্রবারই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন সাফ কাপে বাংলাদেশের হয়ে দূরন্ত ছন্দে থাকা সিরাত জাহান স্বপ্না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। তবে সেই পোস্টে কাউর ওপর অভিমান থেকে নয়, নিজের ইচ্ছাতেই ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন স্বপ্না।
তবে কেন একই দিনে কোচ ও ফুটবলার নিজের অবসরের কথা ঘোষণা করলেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্দরমহলে।