এই মুহূর্তে




‘এশিয়া কাপের ট্রফি ভারতে পাঠানো হবে না’, বিসিসিআইয়ের হুঁশিয়ারির পরে পাল্টা হুঙ্কার নকভির

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপের ট্রফি নিয়ে ফের শুরু তরজা। চ্যাম্পিয়ন হওয়ার কারণে প্রাপ্য ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে সতর্ক ভরা ইমেল পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বিসিসিআইয়ের ওই হুমকির পরেও নিজের অবস্থানে অনড় নকভি। মঙ্গলবার সন্ধ্যায় পাল্টা তিনি জানিয়ে দিয়েছেন, ‘এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি পেতে গেলে ভারতীয় দলের কোনও খেলোয়াড় কিংবা বিসিসিআইয়ের কোনও পদাধিকারীকে দুবাইতে যেতে হবে। সেখানে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতর থেকে ট্রফি সংগ্রহ করতে হবে।’

ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অবনতির প্রভাব পড়েছিল গত মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপেও। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদবরা। শুধু তাই নয়, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া। তার পরেই সোজা ট্রফি নিয়ে চলে যান নকভি। তার ওই আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌলতে প্রাপ্য ট্রফি পেতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা চরম পদক্ষেপ নিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিকে তাঁরা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। তিনি যদি জবাব না দেন, তা হলে আইসিসি-কে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বোর্ড।’

বিসিসিআইয়ের কড়া পদক্ষেপের পরে নকভি কী করেন, সে দিকে নজর রেখেছিল সবাই। তবে নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেননি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি। বরং একগুঁয়েমি দেখিয়ে বিসিসিআইকে পাল্টা নির্দেশ দিয়েছেন, ‘কোনও খেলোয়াড় কিংবা পদাধিকারীকে দুবাইতে পাঠিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিতে হবে।’ নকভির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরে ভারতীয় বোর্ড কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সূর্য যাদব-রিজওয়ানের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার, কী কীর্তি গড়লেন?  

বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তানের জুনিয়র হকি টিম

শেষ ওয়ানডে’র আগে অস্ট্রেলিয়া দলে বড়সড় পরিবর্তন, T20’তে প্রবেশ গ্লেন ম্যাক্সওয়েলের

মেসির সঙ্গে চুক্তি বাড়াল ইন্টার মায়ামি, কত বছরের চুক্তি?

অল্পের জন্য গড়া হল না রেকর্ড, ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে ফিরলেন লিটন দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ