এই মুহূর্তে




আর্থিক সঙ্কটে জর্জরিত কাম্বলির পাশে গাভাসকর, দেবেন মাসে ৩০,০০০ টাকা ভাতা




নিজস্ব প্রতিনিধি:দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে  ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতা  আর্থিক সঙ্কট, পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে জীবন যেন থমকে গিয়েছে শচিন তেন্ডুলকরের শৈশবের বন্ধু ও টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটারের।

ভারতের জার্সি গায়ে ১০৪টি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট  খেলা কাম্বলি গত বছর ২১ ডিসেম্বর ভর্তি হন থানের আকৃতি হাসপাতালে। মূত্রনালী সংক্রমণ ও পেটের টান ধরার সমস্যা নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শরীরের সমস্যা, কিন্তু আর্থিক অনটন চলছে তার। এই কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়ালেন কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাসকর। গত বছরের ডিসেম্বরে মুম্বইয়ের শিবাজি পার্কে কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়েই গাভাসকর প্রতিশ্রুতি দিয়েছিলেন, “আমি কাম্বলির পাশে থাকব।” আর সেই প্রতিশ্রুতি রাখলেনও তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাভাসকরের CHAMPS ফাউন্ডেশন থেকে এখন থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পাবেন কাম্বলি। শুধু তাই নয়, প্রতি বছর ৩০,০০০ টাকার মেডিক্যাল সাপোর্টও মিলবে তাঁর জন্য।

চলতি বছরের জানুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই ক্রিকেটার একসঙ্গে দেখা করেন স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে। ওই সময়েই কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট এক পডকাস্টে জানান, তিনি ২০২৩ সালে ডিভোর্স ফাইল করেছিলেন। কিন্তু পরে কাম্বলির অসহায় অবস্থায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।পডকাস্টে আন্দ্রেয়া বলেন, “আমি ভাবছিলাম চলে যাব, কিন্তু পরে ভাবতাম—সে খেয়েছে তো? সে বিছানায় আছে তো ঠিক করে? সে ঠিক আছে তো? ও তো একেবারে একটা বাচ্চার মতো হয়ে গিয়েছে। তখন আর থাকা সম্ভব হয়নি। আমি বন্ধুকেও ছেড়ে যেতাম না, আর সে তো তার চেয়েও অনেক বেশি।”

বিনোদ কাম্বলির এই জীবন সংগ্রামে সুনীল গাভাসকরের সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভারতীয় ক্রিকেটের একটা মানবিক মুখ তুলে ধরল। আর্থিক সমস্যা যখন দেশের অনেক প্রাক্তন ক্রীড়াবিদের জীবনকে ওলট-পালট করে দেয়, তখন এভাবে এগিয়ে আসাটা নিঃসন্দেহে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর