এই মুহূর্তে




ফাইনালে ব্যর্থ বৈভব, ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতল বাংলাদেশের ছোটরা




নিজস্ব প্রতিনিধি, দুবাই: আসল সময়েই ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শুধু তিনিই নন, মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। ফলস্বরূপ রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ছোটদের কাছে ৫৯ রানে হারতে হল টিম ইন্ডিয়াকে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতলেন বাংলাদেশের ছোটরা।

এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ । এরপরেই ভারতীয় বোলিংয়ের জেরে তাদের পড়তে হয় চাপে। ওপেনার হিসাবে কালাম সিদ্দিকি ১৬ বলে  মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। এরপরেই আরেক  ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ২০ রান করেন। সেই সঙ্গে   অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন । তবে ম্যাচের  প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার।

অন্যদিকে  এদিনের ম্যাচের রাশ ধরেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। তাদের জুটি করেন ৬২ রান। এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ফরিদ হাসান।  তিনি করেন মাত্র ৩৯ রান।  পাশাপাশি এই ম্যাচে ভারতের মোট ৭ বোলার দুর্দান্ত  পারফরম্য়ান্স করেছেন । এরমধ্যে জোড়া উইকেট নিয়েছেন  হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা। আর একটি করে উইকেট নিয়েছেন  কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুশ মাহত্রে।  এখান থেকেই স্পষ্ট যে ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতি স্বীকার করেছে বাংলাদেশের ব্যাটাররা ।

জয়ের জন্য ভারতের ছোটদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৯৯ রানের। কিন্তু শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আয়ুষ মাত্রে। ভারতীয় দল যার দিকে তাকিয়ে ছিল সেই বৈভব সূর্যবংশী ফেরেন সাত বলে ৯ রান করে। আন্দ্রে সিদ্ধার্থ (২০) ও কার্তিকেয় কেপি-ও (২১) দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হন। কার্তিকেয় সাজঘরে ফেরার পরের তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। পর পর সাজঘরে ফেরেন নিখিল কুমার (০), হরবংশ পাঙ্গালিয়া (৬), কিরণ চোরমালে (১)। একা কুম্ভ হয়ে লড়াই করা ভারত অধিনায়ক মহম্মদ আমান ও হার্দিক রাজ খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। আমানকে (২৬) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন আজিজুল হাকিম। খানিক বাদে ফিরে যান হার্দিক রাজ-ও। আউট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। তাঁকেও ফেরান আজিজুল। তখনই নিশ্চিত হতে হয় মরু শহর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বৈভব সূর্যবংশীদের। শেষ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন চেতন শর্মা ও যুধাজি‍ৎ গুহ। যদিও খুব বেশি কিছু করতে পারেননি তাঁরা। ৩৫তম ওভারে বল করতে এসে চেতনকে (১০) ফিরিয়ে ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দেন আজিজুল হাকিম। যুধাজি‍ৎ অপরাজিত থাকেন ৫ রানে। বাংলাদেশের তরফে আজিজুল হাকিম ২.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাজির থাকতে শহরে পা রাখলেন কিং খান

রামনবমীর দিন ইডেনের ম্যাচের নিরাপত্তা নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ

IPL 2025: বৃষ্টিতে ভেস্তে যাবে উদ্বোধনী ম্যাচ? চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস

IPL 2025-কে কাজে লাগিয়ে জাতীয় দলে জায়গা পাকা করতে মরিয়া বিদেশি খেলোয়াড়রাও

বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার

চমকের অপেক্ষায় তিলোত্তমা, IPL উদ্বোধনে সঞ্চালনার দায়িত্বে শাহরুখ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর