এই মুহূর্তে




শনিতে মরণবাঁচন ম্যাচে আরসিবির মুখোমুখি কেকেআর, ম্যাচ ভেস্তে দিতে পারে বৃষ্টি




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আজ শনিবার (১৭ মে) থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অজিঙ্ক রাহানেদের কাছে আজকের ম্যাচ কার্যত মরণ-বাঁচনের। হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে জয়ের জন্য মরিয়া হয়েই ঝাঁপাবে চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। অন্যদিকে জিতলে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলিদের। ঘরের মাঠে জিতে যে শেষ চারে জায়গা করে নিতে চাইবেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা, তা বলাই বাহুল্য। ফলে জোরদার লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল কেকেআর। জবাবে ২২ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয় হাসিল করেছিল আরসিবি। বিরাট কোহলি ও ফিল সল্ট ইডেনে ঝড় তুলেছিলেন। ফলে আজকের ম্যাচে ওই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে অজিঙ্কা রাহানেদের কাছে। কিন্তু আদৌ আজকের হাই ভোল্টেক ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর ওই সংশয় তৈরি হয়েছে খামখেয়ালি আবহাওয়ার কারণে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। বজ্রবিদ্যু‍ৎ সহ বৃষ্টির সম্ভাবনা ৪২ শতাংশ।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দুই দলকেই এক পয়েন্ট করে নিয়ে সনতুষ্ট থাকতে হবে। তাতে অবশ্য সুবিধা হবে আরসিবির। কেননা এক পয়েন্ট পাওয়ার সুবাদে বিরাট কোহলিরা পৌঁছে যাবেন ১৭ পয়েন্টে এবং উজরাত টাইটান্সকে টপকে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবেন। উল্টোদিকে কপাল পুড়বে অজিঙ্ক রাহানেদের। কেননা এক পয়েন্ট পেলে ১২ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়াবে ১২-তে। শেষ ম্যাচে জিতলে ১৪ পয়েন্ট নিয়েই প্রতিযোগিতা শেষ করতে হবে। এক মাত্র মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস যদি তাদের সব ম্যাচে হেরে যায়, তাহলেই খানিকটা সম্ভাবনা থাকবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ