এই মুহূর্তে




মর্মান্তিক! প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে দুর্ঘটনা, ঘুমের মধ্যেই মৃত্যু ২ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, মিরিক : রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘুণাক্ষরেও তারা টের পায়নি, পরেরদিন সকাল দেখা হবে না। সবে শেষ হয়েছে দুর্গাপুজো। সামনে রয়েছে আরও উৎসব, সেই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল ২ শিশু। কিন্তু রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সব স্বপ্নকে মুছে দিয়েছে। প্রবল বৃষ্টিতে মাটি ও গাছ চাপা পড়ে বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ২ শিশুর।

জানা যায়, মিরিকের নীচগাঁও এলাকায় দশাই উৎসবে গিয়েছিল পঞ্চম শ্রেণির এক পড়ুয়া। রাত হয়ে যাওয়ায় বাড়ি না গিয়ে চতুর্থ শ্রেণির আর এক পড়ুয়ার সঙ্গে তার বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল সে। দুই শিশু যে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ধসে ভেঙে পড়ে সেই ঘর। তখনই মর্মান্তিক মৃত‍্যু হয় পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়ার। রাত ২ টো নাগাদ প্রবল বৃষ্টি নামে। সেই প্রবল বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে পড়ে চতুর্থ শ্রেণীর মৃত পড়ুয়ার বাড়ির উপর। খোঁজ চালিয়েও প্রথমে ২জনকে খুংজে পাওয়া যায়নি। অবশেষে উদ্ধার হয়েছে দেহ দুটি। মৃতদেহ উধ্রারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবার।

ইতিমধ্যেই ক্ষতিগ্রহস্থদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং একজন করে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো সোমবার নাগরাকাটা ত্রাণশিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেকও তুলে দিয়েছেন। যাঁদের ব্য়াঙ্কে অ্যাকাউন্ট নেই, তাঁদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য পুলিশ ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে এদিন কথা বলেছেন মুখ্য়মন্ত্রী। নাগরাকাটায় মৃত ৫জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেছেন। এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

বদল ও বদলা দুটোই হবে, তৃণমূলকে স্পষ্ট হুংকার দিলেন শান্তনু ঠাকুর

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎ শিল্পীদের

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ