এই মুহূর্তে




পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপহরণ, সিভিকের কুকীর্তি প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি: ফের সিভিকের কুকীর্তি প্রকাশ্যে। পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপহরণের অভিযোগ উঠল হুমায়ুন কবীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে ডোমকল থানার একজন সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনায় হুমায়ুন সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার চাপড়া থেকে উদ্ধার হয়েছেন অপহৃত ব্যক্তি।

বৃহস্পতিবার ৭ জনকেই বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর যে ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল তাঁর নাম লালন শেখ। তিনি ডোমকলের বাজিতপুরের অন্তর্গত কর্মকারপাড়া এলাকার বাসিন্দা। লালন শেখ চাষবাস করেন। সেই সঙ্গে জমি বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ের কারবারি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, একটি জমিকে নিয়ে হুমায়ুনের সঙ্গে সম্ভবত লালনের গোলমাল চলছিল। তারপরি তাঁকে অপহরণের ফাঁদ পাতে পেশায় সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে অপহরণ করা হয় লালনকে। ডোমকল থানার পুলিশ তদন্তে নেমে অপহরণের উদ্দেশ্যে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে।

বুধবার বিকেলে ডোমকলের কুঠির মাঠ এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে পুলিশের স্টিকার লাগানো গাড়িটি নিয়ে হাজির হুমায়ুন কবীর ও তার সহযোগীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই লালন শেখকে এক প্রকার জোর করে ওই গাড়ির মধ্যে তুলে নেওয়া হয়। কয়েকজন প্রতিবাদ করতে গেলে তাঁরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। এরপর থানায় খবর দেয় লালনের পরিবারের লোকেরা।

মাঝরাতে চাপড়া থানা এলাকা থেকে লালন শেখকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি পুলিশ অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জন দুষ্কৃতি-সহ ডোমকল থানার সিভিক ভলান্টিয়ার, হুমায়ুন কবীরকেও গ্রেফতার করে। এদিকে এই ঘটনার সঙ্গে অপ্রত্যাশিতভাবে নাম জড়িয়ে গিয়েছে শাসক দল তৃণমূলের। যে গাড়িটিতে করে লালন শেখকে অপহরণ করা হয়েছিল সেটি তৃণমূল নেতা ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাজিবুল খান বাপনের। তবে শাসক দলের দাবি, গাড়িটি সাজিবুলের তাতে সন্দেহ নেই। কিন্তু গাড়িটি কয়েকদিনের জন্য ভাড়ায় নিয়েছিল কিছু যুবক। বেড়াতে যাওয়ার নাম করে গাড়িটি নেওয়া হয়েছিল। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ