-273ºc,
Friday, 2nd June, 2023 4:36 am
নিজস্ব প্রতিনিধি: ভালোবাসা নাকি প্রতিহিংসা! অধিকার নাকি গায়ের জোর! এই বিতর্কই ছড়িয়ে পড়ল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা(Gaighata) থানার কাড়লা শালবাগান এলাকায়। কেননা সুকান্ত ভদ্র নামে এক ব্যক্তি শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকারই এক বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের ওপর। নেপথ্যে বউয়ের দখলদারি। সুকান্তের বউ(Wife) বিয়ে করে ফেলেছে বিশ্বজিতকে। আর তাতে বেঁধেছে গোল। বউ কার সঙ্গে থাকবে, কার সঙ্গে সংসার করবে, কার সঙ্গে শোবে, কার ছেলেমেয়ে পেটে ধরবে তা নিয়েই বেঁধেছে গোল। সেই গোলমালের জেরেই শনিবার রাতে কার্যত খুনোখুনির ঘটনা শালবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ১২ আগে সুকান্তের সঙ্গে বিয়ে হয়েছিল রিংকুর। কিন্তু সেই দাম্পত্য জমেনি বেশিদিন। বিয়ের মাত্র ১ বছর বাদেই স্বামীর(Husband) ঘর ছেড়ে বেড়িয়ে আসে রিংকু। তারপর ডিভোর্স মিটতে মিটতে আরও ৩ বছর। মোদ্দাকথা ৮ বছর আগে সেই দাম্পত্যে ইতি পড়ে গিয়েছে আইনত। কিন্তু আইনের সেই সিদ্ধান্ত মানতে পারেনি সুকান্ত। তার দাবি, বউ তাকে ডিভোর্স দিয়েছে। আদালত রিংকুর কথাই শুনেছে। তার কথা শোনেনি। সে রিংকুকে আজও বউ বলেই মানে। সে রিংকুকে ডিভোর্স দেয়নি। আদালতের রায়ও মানছে না। এখন বিশ্বজিতের সঙ্গে তার বিয়েও তাই মেনে নিতে পারছে না। ঘটনাচক্রে মাত্র মাস ৬ আগে রিংকু বিয়ে করেছে বিশ্বজিতকে। শনিবার রাতে বিশ্বজিত কিছু ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়। আর তখনই তার ওপর সুযোগ বুঝে ধারালো অস্ত্রের কোপ বসায় সুকান্ত। ধারাল অস্ত্র দিয়ে মাথা, ঘার, হাত সহ শরীরের একাধিক জায়গায় কোপ বসায় সে।
বিশ্বজিতের চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে ধরা পড়ে যায় সুকান্ত। ক্ষিপ্ত জনতার হাতে উত্তমমধ্যম জোটে সুকান্তের কপালে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। তাঁরাই ২জনকে উদ্ধার করে নিয়ে যায় এলাকার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। আপাতত দুজনে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেখানেই বিছানায় শুয়ে বিশ্বজিৎ জানিয়েছেন, ৮ বছর আগে সুকান্ত ও রিঙ্কুর বিবাহ বিচ্ছেদ হয়। তাঁর পর তারা একে অপরকে বিবাহ করে। কিন্তু তাঁদের বিয়েটা কোনও ভাবে মানতে পারেনি সুকান্ত। সেই কারণেই এই হামলা। পুলিশ ইতিমধ্যেই রিংকুর অভিযোগের ভিত্তিতে সুকান্তের বিরুদ্ধে বিশ্বজিতকে প্রাণে মারার ষড়যন্ত্র ও হামলঅর অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। আগামিকালই তাকে আদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে।