এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন’, নিশীথকে হারাবার ডাক অভিষেকের

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে মানুষ যে ভুল করেছিলেন, সেই ভুলের মাশুল আজ তাঁদেরই গুণতে হচ্ছে। সেই মাশুল যাতে আগামী আরও চড়া দরে গুণতে না হয় তার জন্য এদিন অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) কোচবিহারে(Coachbehar) ২৪’র ভোটে(Loksabha Election 2024) বিজেপি(BJP) তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিককে(Nishith Pramanik) হারাবার ডাক দিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে একটি সভা করেন। সেই সভা থেকেই তিনি বিজেপি ও নিশীথকে হারানোর ডাক দেন। বলেন, ‘পাঁচ বছরে যাঁকে দেখা যায়নি সে অমিত শাহের ডেপুটি হয়ে বসে আছে। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল থাকলে অধিকার পাবেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচবিহারে তৃণমূল প্রার্থী জিতেছিল। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কোনও সমস্যা হয়নি। ১৯ সালে যেই নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ হয়ে গেল। তাই আপনারাও আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন!’

এদিন অভিষেক নিশীথ ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত বাংলার মানুষ তাঁর অধিকার থেকে বঞ্চিত হয়নি। কিন্তু তারপর যেই বিজেপি জিতল, বাংলার টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচবিহারে তৃণমূল প্রার্থী জিতেছিল। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের কোনও সমস্যা হয়নি। কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলেও বাংলার মানুষের টাকা বন্ধ করতে পারেনি। কারণ জেলায় তৃণমূলের হাত শক্ত ছিল। কিন্তু এরপর থেকেই বঞ্চনা শুরু হল। ১৯ সালে যেই নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ হয়ে গেল। বিজেপি শুধু বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। বাংলা বিরোধীদের তাই শিক্ষা দিতে হবে। শেষ ৫ বছর কোচবিহারের জনগণকে ঠকিয়েছে বিজেপি। দরকারের সময়ে তাদের কাউকে পাওয়া যায়নি। এখন ভোটের আগে গ্যারেন্টির কথা বলছে। বুধবার প্রচারের সময় শেষ হয়ে গেলেই এলাকায় এলাকায় টাকা বিলি করতে পারে বিজেপি। ৫০০ দিতে এলে বলবেন ১,০০০ চাই, ১,০০০ দিতে এলে বলবেন ২,০০০ চাই। ওটা আপনার টাকা, নিয়ে নেবেন। বলবেন, বিজেপিকে ভোট দেব। কিন্তু গিয়ে ভোটটা দিয়ে আসবেন জোড়াফুলে।’

গত শুক্রবার জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী বলেছিলেন, যাঁরা চৈত্র নবরাত্রির সময় আমিষ খান, তাঁদের মানসিকতা মুঘলদের মতো। সেই বিতর্কিত মন্তব্য ঘিরে কোচবিহারে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রিনি এদিন বলেন, ‘বিজেপি যে বাংলা এবং বাঙালি বিরোধী তার আরও একটা প্রমাণ মিলল। বলছে মাছ খেলে সে দেশদ্রোহী, আগে একবার মাছ খেতাম, ওই কথা শুনে এখন দু’বার খাই। নিশীথ প্রামাণিক এখানে জিতলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও। সব বন্ধ হয়ে যাবে। বিজেপির গ্যারান্টি এটাই যে, ৪০০ টাকার গ্যাস আজ ১,০০০ টাকা। বিজেপি ক্ষমতায় এলে এই ১,০০০ টাকার গ্যাস ২,০০০ টাকা হবে। আর বিরোধী জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে গ্যাসের দাম ৪৫০ টাকা হবে। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল থাকলে অধিকার পাবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর