এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দলের নামে পুজো দিয়ে কোচবিহারে জনসংযোগে অভিষেক, করলেন বৈঠকও

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: তাঁর আসার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুণছিল কোচবিহার শহর। তিনি এলেন, মদনমোহন মন্দিরে(Madanmohan Temple) গিয়ে পুজোও দিলেন। তবে নিজের নামে নয়, দলের নামে। তৃণমূল কংগ্রেসের(TMC) নামে। গোত্র জানালেন, মা-মাটি-মানুষ। নজরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মঙ্গলবার কোচবিহারের(Coachbehar) রাজপরিবারের কুলদেবতা মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। এদিন দুপুর ১টা নাগাদ তিনি রাসমেলা মাঠে হেলিকপ্টারে করে চলে আসেন। রাসমেলার মাঠ থেকেই সোজা মদনমোহন মন্দিরে। প্রথমে মদনমোহন ও পরে একে একে তারা, কালী ও মা ভবানীর পুজো দেন অভিষেক। দেবত্র ট্রাস্ট বোর্ডের কাছে আগেই খবর ছিল অভিষেক এখানে পুজো দেবেন। তাই আগে থেকেই পৃথকভাবে পুজোর ডালা সাজিয়ে রাখা হয়েছিল। পাঁচ রকমের ফল, সন্দেশ সহ আনুষঙ্গিক সামগ্রী সেখানে ছিল। এদিন অভিষেক পুজো দিতে ঢুকে পুরোহিতকে দলের নামে ও ‘মা-মাটি-মানুষ’ গোত্রে পুজো দেওয়ার কথা বলেন। পুরোহিত শিবকুমার চক্রবর্তী সেভাবেই পুজো দেন। পুজোর পাশাপাশি অঞ্জলিও দিয়েছেন তৃণমুলের সেকেন্ড-ইন-কমান্ড।

এদিন পুজো শেষে মন্দিরের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। এরপর নিউটাউন এলাকায় দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে দলের নির্বাচনি কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। অভিষেককে এদিন হাতের নাগালে পেয়ে অনেকেই এগিয়ে আসেন তাঁর সঙ্গে হাত মেলাতে। তাঁদের নিরাশ করেননি তৃণমূলের সেনাপতি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে অভিষেক কার্যত সাফ জানিয়ে দিয়েছেন, কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে তৃণমূল। এক ইঞ্চিও জমি ছড়ে দেওয়া হবে না বিজেপিকে(BJP)। তিনি জানিয়েছেন, ‘এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যারা অন্যদেরকে ভয় দেখাচ্ছে এবং সমাজবিরোধীদের সাহায্য করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। আমরা ব্যালটের মাধ্যমে বুলেটের জবাব দেব। কোচবিহারের মানুষ প্রমাণ করবে যে এই মাটিতে সন্ত্রাসবাদীদের কোনও স্থান নেই। যারা মানুষের শক্তিতে বিশ্বাস করে না, তারা কেবল এরকম সস্তা কৌশল এবং সহিংসতার পথ অবলম্বন করবে। আমরা ক্ষমতার কাছে ও মানুষের ক্ষমতার সামনে সত্যি কথা বলায় বিশ্বাস করি। যে ভাষায় তারা বোঝে, বাংলার মানুষের পক্ষ থেকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘খেলা হবে’, বাঁকুড়ায় নির্দল হিসাবে মনোনয়ন বিজেপির বিক্ষুব্ধ নেতার

দীর্ঘদিন নেতাদের দেহরক্ষী থাকতে পারবে না পুলিশকর্মী, নয়া নিয়ম আনছে নবান্ন

মাত্র পাঁচ মিনিটের ঝড়, তছনছ হয়ে গেল মথুরাপুরের একাধিক বাড়ি

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাতে হানা আয়কর বিভাগের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর