এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আদকের গ্রেফতারিতে চাপে অধিকারীরা, খুশ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হতেই হল শ্যামল আদককে(Shyamal Adak)। সেও সঙ্গে সঙ্গেই অস্বস্তিতে পড়ে গেলেন অধিকারীরা। কেননা শ্যামল তাঁদের ঘনিষ্ঠ। পুলিশি জেরায় এখন কেঁচো খুঁড়তে গিয়ে কোন কেউটে বেড়িয়ে পড়ে তা নিয়েই জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শনিবার রাতে হলদিয়ার সুতাহাটা থানার(Sutahata PS) পুলিশ গ্রেফতার(Arrest) করেছে পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের শিল্প-বন্দর নগরী হলদিয়ার(Haldia Municipality) প্রাক্তন পুরপ্রধান(Former Chairman) শ্যামল আদককে। ঘটনাচক্রে শনিবারই শেষ হয়েছে কলকাতা হাইকোর্টের শ্যামলকে দেওয়া রক্ষাকবচের সময়সীমা। কার্যত তারপর আর বিন্দুমাত্র সময় অপচয় না করেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, শ্যামলকে রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। তাঁকে পুলিশি হেফাজতে নিতে চাইছে পুলিশ। এই ঘটনায় বিজেপি বা অধিকারীরা এখনও কোনও মন্তব্য করেনি। তবে শ্যামলের গ্রেফতারিতে কিছুটা হলেও যে অধিকারীরা চাপে পড়ল তা নিয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন মন্দৌস না এলেও পরের ঘূর্ণিঝড় বঙ্গের পথে

হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক কাজে টেন্ডার নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে শ্যামলের বিরুদ্ধে। গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামলের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ জানান এক ব্যবসায়ী। তার তদন্তের জন্য তৈরি হয় বিশেষ তদন্তকারী দল বা সিট। সেই অভিযোগের ভিত্তিতে শ্যামলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে তিনি পুলিশের জেরায় হাজির না হওয়ায় শ্যামলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি এড়াতে গোপন আস্তানায় গা ঢাকা দেন শ্যামল। এর পর জেলা পুলিশের তরফে শ্যামলের নামে হুলিয়া জারি করা হয়। সেই সময় তিনি দিল্লিতে ছিলেন বলে পুলিশের মনে করছে। একই সঙ্গে শ্যামল সেই সময় গেরুয়া শিবিরের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েও পাননি বলেই সূত্রে জানা যায়। শ্যামলকে ধরতে পুলিশের একটি দল দিল্লিতে ঘাঁটি গেড়ে বসে থেকেও সেই সময় খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তারই মাঝে শ্যামল কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। হাইকোর্ট তাঁকে সাময়িক রক্ষাকবচ দেয় তদন্তে সহযোগিতা করার শর্তে।

আরও পড়ুন প্রাথমিক টেটের জন্য ৬ জেলায় বন্ধ ইন্টারনেট

তার জেরে শ্যামল গত ২৮ নভেম্বর ভবানীপুর থানায় যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি কলকাতায় ফিরে যান। এরই মাঝে শনিবার রাতে সুতাহাটা থানার পুলিশ শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। হলদিয়া মহকুমার এসডিপিও রাহুল পাণ্ডে জানিয়েছেন, ‘শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে। হলদিয়ার সুতাহাটার বাসিন্দা কমলেশ চক্রবর্তী অভিযোগ করেছিলেন, হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদক হলদিয়ার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা বাজারে নয়ানজুলি ভরিয়ে অটো-টোটো স্ট্যান্ড গড়ার ক্ষেত্রে একই কাজ দেখিয়ে দু’বার টাকা নেন। সেই অভিযোগের ভিত্তিতে শ্যামল আদককে গ্ৰেফতার করা হয়েছে।’ শ্যামলের এই গ্রেফতারিতে কিন্তু খুশি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা তিনি যে শুধু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাই নয়, অধিকারী পরিবারেরও ঘনিষ্ঠ। সেই সুবাদে এখন শ্যামল যদি মুখ খোলেন পুলিশি জেরায় তাহলে চাপে পড়ে যাবেন অধিকারীরা। তৃণমূল কার্যত সেটাই চাইছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মোদিকে দেখে অনুপ্রাণিত, ভোটের ময়দানে ওড়িশার চাওয়ালা

‘সন্দেশখালির বেলুন আলপিন ফুটেছে, চক্রান্ত এখন জনসমক্ষে’, বিজেপিকে নিশানা অভিষেকের

প্রচারের শেষলগ্নে চণ্ডীপাঠের মন্ত্র বিকৃত করার অভিযোগে বিদ্ধ অসীম

বৃষ্টির জেরে  বীরভূমে বাতিল  জনসভা, ভার্চুয়ালি প্রচার অভিষেকের

শরীরে তুলনায় মাথা অনেকটাই বড়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিল বালুরঘাটের  পায়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর