এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাঁকুড়া ও ঝাড়গ্রামে ফের মাও পোস্টার, ‘বিচার’ চেয়ে আবেদন!

নিজস্ব প্রতিনিধি: বিচার চাইছে মাওবাদীরা। তাও আবার প্রশাসনের কাছে! বৃহস্পতিবার বাঁকুড়ায় উদ্ধার হল এমনই পোস্টার। অন্যদিকে, ঝাড়গ্রামেও উদ্ধার হয়েছে মাও পোস্টার। সেখানে হুমকি দেওয়া হয়েছে, গণ আদালতে বিচারের। রাজ্যজুড়ে জারি রয়েছে মাও (Maoist) সতর্কতায় হাই অ্যালার্ট। এর মাঝেই পরপর উদ্ধার হয়েছে মাও পোস্টার। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ এপ্রিল প্রশাসনিক বৈঠক থেকে বলেছেন, কয়েকটি জায়গায় বিজেপি মাওবাদীদের নামে পোস্টার দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করতে চাইছে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, বাইরের দিক থেকে বেলপাহাড়ি হয়ে বেশ কয়েকজন ঢোকার চেষ্টা করছে। তাই সেই দিক সিল করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তার আগেরদিনেই নবান্নে মাও ইস্যুতে বৈঠক হয়েছে বাংলা- ঝাড়খণ্ড- বিহার- ওড়িশা, এই ৪ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবদের। তারপর বৃহস্পতিবার সকালে ফের বাঁকুড়া ও ঝাড়গ্রামে পড়ল মাও পোস্টার। এই পোস্টারগুলি ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে ভিন্ন ২ জেলার এলাকাগুলিতে।

বাঁকুড়ার তালডাংরা থানার ‘সাবড়াকোন’ এলাকায় বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদাবিলা সংলগ্ন অঞ্চলে রাস্তার দুই ধারে পোস্টার উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৪ টি পোস্টার উদ্ধার করা হয়েছে এলাকায়। সেখানে মাওবাদীরা ‘ন্যায় বিচার’ চেয়েছে। সাদা কাগজে লালকালিতে হাতে লেখা পোস্টারে বলা হয়েছে, শিমুলডাঙা গ্রামের কিশোরীর ওপর হামলা ও মারধরের বিচার চাই। আবেদন জানানো হয়েছে, প্রশাসন ও আদিবাসীদের সংগঠন মাঝি পরগণার কাছে। পোস্টারের নিচে লেখা, সিপিআই মাওবাদী। উল্লেখ্য, বুধবার এই নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বিজেপির (BJP) প্রতিনিধি দল। যদিও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাঁদের চলে যেতে বলা হয়। নির্যাতিতার পরিবারের বক্তব্য, এই ঘটনায় তাঁরা রাজনীতি চান না।

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার বিনপুরের ওড়গোদা অঞ্চলেও উদ্ধার হয়েছে মাও পোস্টার। হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় ২ জন তৃণমূল নেতাকে। বলা হয়েছে, মাও বনধের বিরোধিতা করে প্রচার চালানোর জন্য গণ আদালতে বিচার চাই বিকাশ মাহাত ও চরণ মাণ্ডির। হুমকি পোস্টারে লেখা রয়েছে, এলাকার গরীব মানুষদের টাকা লুঠ করার জন্য তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি। সেই সঙ্গে মাও পোস্টারে উল্লেখ রয়েছে, প্যাকেজের লোভে মূলস্রোতে মাওবাদী ফেরা নিয়ে দূর্ণীতি হচ্ছে। তবে সাধারণত মাও পোস্টারে লেখা থাকে, সিপিআই মাওবাদী। ঝাড়গ্রাম থেকে উদ্ধার হওয়া পোস্টারে লেখা রয়েছে, সিপিআইএমএল মাওবাদী। উল্লেখ্য, গত বুধবার পিড়াকাটা বাজারে ৭ দিনের বনধ ডেকে পড়েছিল মাও পোস্টার। হুমকি দেওয়া হয়েছিল স্থানীয় ২ তৃণমূল নেতাকে। সেই তালিকায় নাম ছিল গ্রাম পঞ্চায়েত প্রধানের। যদিও সেই পঞ্চায়েত প্রধানের দাবি, এই কাজ মাওবাদীদের নয়, বিজেপির। প্রসঙ্গত, সাধারণত মাও পোস্টারে লেখা থাকে, সিপিআই মাওবাদী কিন্তু ২৭ এপ্রিল পিড়াকাটা থেকে  উদ্ধার হওয়া পোস্টারে লেখা ছিল, সিপিএম মাওবাদী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, নির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ  

চাকরি খোয়ানো ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি নোটিস যাবে

টাকা-পয়সা নিয়ে বিবাদ, ভাইয়ের হাতে খুন দাদা,গ্রেফতার অভিযুক্ত

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর