এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

GST প্রতারণা নিয়ে নির্মলাকে চিঠিতে তোপ দাগলেন অমিত

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক আগে থেকেই বলে আসছেন, তাড়াহুড়ো করে GST চালু করা হয়েছে। এতে খেসারত দিতে হচ্ছে দেশকেই। এই অভিযোগ কতখানি সত্য, বারবার তার প্রমাণ দিয়েছে মোদি সরকার(Modi Government)। দিল্লিতে সংসদের চলতি বাদল অধিবেশনেই নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার স্বীকার করে নিয়েছে গত ৫ বছরে দেশে GST প্রতারণার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকায়। কার্যত যত দিন যাচ্ছে, ততই বাড়ছে GST প্রতারণার পরিমাণ। এই পাহাড় প্রমাণ প্রতারণার কথা মোদি সরকার স্বীকার করে নিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala Sitaraman) চিঠি লিখে তোপ দাগলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থদফতরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র(Amit Mitra)। তাঁর সাফ বক্তব্য, প্রতারণার এই অঙ্কটা আসলে হিমশৈলের চূড়া মাত্র। পুঙ্খানুপুঙ্খভাবে যদি হিসেব কষা যায়, তাহলে জালিয়াতির পরিমাণ যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনাও করা যাচ্ছে না।

আরও পড়ুন INDIA বলা যাবে না, বলতে হবে আইএনডিআইএ, ফরমান বিজেপিতে

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যসভায় পেশ করা তথ্য সামনে এনেছেন অমিতবাবু। সেখানে মোদি সরকার সাফ জানিয়েছে, ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার GST প্রতারণা হয়েছে। অথচ এই GST’র জটিলতার কারণে সবথেকে বেশি বেকায়দায় পড়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প। পরিস্থিতি এমন যে বহু সংস্থাই সমস্যা এড়াতে GST Registration পর্যন্ত বাতিল করছে। গত ২ মাসে ৬৯ হাজার ৪২৬টি GST Registration নম্বর যাচাই করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৮৯৩টি ক্ষেত্রে দেখা গিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলির কোনও অস্তিত্বই নেই। অর্থাৎ, সেগুলি খোলা হয়েছিল শুধুমাত্র প্রতারণার কারণেই। শুধুমাত্র এক্ষেত্রেই GST ফাঁকির পরিমাণ ১৯ হাজার ৬৩৮ কোটি টাকা। অমিত মিত্র রীতিমতো তথ্য পেশ করে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ ব্যবসা GST Registration নিয়েছে। কিন্তু তার মাত্র ০.৪২ শতাংশ ক্ষেত্রে এই সংক্রান্ত তথ্য যাচাই করে দেখেছে সরকার। তাতেই দেখা গিয়েছে, ৩০ শতাংশ ক্ষেত্রেই সংস্থাগুলির বাস্তবে কোনও GST Registration নেই। যদি ১ কোটি ৪০ লক্ষ ব্যবসার প্রতিটির তথ্য যাচাই করা যেত, তাহলে প্রতারণার হিসেব অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াত  তা ধারণারও বাইরে।’

আরও পড়ুন বঙ্গে এবার ঋণ বিপ্লব, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৩০ হাজার কোটি টাকা

২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষের জুলাই মাস পর্যন্ত GST প্রতারণা হয়েছিল ৫৬ হাজার ৮০৫ কোটি টাকার। এই তথ্য আগে সংসদে পেশ করেছিল সরকার নিজেই। জালিয়াতির সেই পরিমাণ যে এখন দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নতুন তথ্য তার সব থেকে বড় প্রমাণ। এর সিংহভাগ Input Tax Credit সংক্রান্ত প্রতারণা। ফলে দেশের ভাঁড়ার থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে প্রতারকদের হাতে। GST সংক্রান্ত জটিলতার দায় যে ছোট শিল্পকে নিতে হচ্ছে, তাও মনে করিয়ে দিয়েছেন অমিতবাবু। তিনি লিখেছেন, এখনও পর্যন্ত ৪০০ পণ্য, ১০০টি পরিষেবার ক্ষেত্রে বদলাতে হয়েছে GST হার। কেন্দ্রীয় GST’র ১২৯টি বিধি বদল হয়েছে এই ক’বছরে। নিয়মের এত বদল কোনও ছোট শিল্পের ক্ষেত্রে মানিয়ে নেওয়া সম্ভব নয়। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন, কতটা ভুল করেছে মোদি সরকার তড়িঘড়ি করে দেশজুড়ে জোর করে GST লাগু করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর