এই মুহূর্তে




বিষ্ণুপুরে ‘সেবাশ্রয়’ – ২ ক্যাম্পে অভিষেক, আবদার মেটাতে তুললেন সেলফি, মেলালেন হাত

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: ডায়মন্ডহারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রায় শিবির-২ শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay)। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেছিলেন অভিষেক। সোমবার বিষ্ণুপুরে সেবাশ্রয় – ২ ক্যাম্প ঘুরে দেখেন অভিষেক । সেখানে পৌঁছে কথা বলেন স্থানীয় শিবিরে উপস্থিত রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের কাছেও রোগীদের সম্পর্কে তথ্য জানতে কথা বলেন অভিষেক। নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডিসেম্বরে ১ তারিখ থেকে শুরু হয়েছে সেবাশ্রয়- ২ ক্যাম্প।

প্রথমবারের মতো এবারও প্রথম দিন থেকেই এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে উপচে পড়ছে ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে উদ্যোগ নিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিষ্ণুপুরের রসপুঞ্জ পিকে হাইস্কুলে ক্যাম্প পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় -২ শিবির গুলিতে যেভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে প্রশংসায় পঞ্চমুখ সেখানে আসা রোগীর পরিবারের লোকজনেরা। ডায়মন্ডহারবারের সাংসদের এই সেবাশ্রয় কর্মসূচি শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে।

বিরোধী রাজ্যগুলো অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। সোমবার সেবাশ্রয় – ২ শিবিরের বাইরে ছিল নজর কাড়া ভিড়। অভিষেককে দেখতে এবং তার সঙ্গে হাত মেলাতে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে ন। অভিষেক চেও কাউকে নিরাশ করেনি অটোগ্রাফ থেকে সেলফি সব আবদার মিটিয়েছেন আমজনতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সাধারণভাবে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে তার পরিবারের সদস্য সহ স্থানীয় বিষ্ণুপুরের মানুষজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

‘অসুরদের বিনাশ করো..’, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ