এই মুহূর্তে

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের উড়ালপুলের নীচের হকার সমস্যা দীর্ঘদিনের। হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসত পুরসভার(Barasat Municipality) বোর্ড মিটিংয়ে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হকারদের বাধার মুখে পড়তে হল বারাসত পুরসভার পূর্ত দপ্তরে চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে। বারাসত উড়ালপুলের(Barasat Overpoll) নীচের রাস্তা এমনিতে অপ্রশস্ত। তার উপরে হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তা হারিয়ে যেতে বসেছে। দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের।পুজো এবং চৈত্র সেলের সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ত।

উড়ালপুলের নীচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় পুরসভার আগের বোর্ডকেও। বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। সোমবার বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়ালপুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক।কিন্তু সেখানে পৌঁছতেই ব্রিজের তলার হকাররা ঘিরে ধরে অরুণকে। জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার দেবব্রত পাল। ফেন্সিংয়ের কাজ না করেই ফিরে আসেন অরুণ ভৌমিক।

বিষয়টি তিনি জানান বারাসতের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্যকে। অরুণ বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধান করতে গিয়েছিলাম। হকারদের বাধায় সেটা কার্যকর না করেই ফিরে আসতে হয়েছে।’ কাউন্সিলার দেবব্রত পাল বলেন, ‘বাধা দেওয়া হয়নি। হকারদের দাবি, ফেন্সিং হলে যানজট হবে। পুরসভা যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী কাজ হবে।’বারাসাত পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন তিনি নিজে গিয়ে হকারদের সাথে কথা বলে সমস্যা মেটাবেন এবং ওখানে ফেন্সিং হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ