-273ºc,
Friday, 2nd June, 2023 8:11 pm
নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমানের রেল ষ্টেশনের রেল পুরানো ব্রিজ ভাঙার কাজ চলায় রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হন যাত্রীরা। বর্ধমান(Bardhaman) জংশন স্টেশনের রেল পুরানো ওভার ব্রিজ ভাঙার কাজ শুরু হয় সকাল থেকে। স্বাভাবিকভাবে চেনা ছবি সম্পূর্ণ উধাও।বর্ধমান জংশন স্টেশন চত্বরে নেই কোনো ব্যাস্ততা,নেই যাত্রীদের কোলাহল,হকারদের দৌড়াদৌড়ি।
নিস্তব্ধতা গোটা স্টেশন চত্বরে।বর্ধমান রেল জংশনের ওপরে,পুরানো রেল ওভার ব্রিজটি ভেঙে ফেলার কাজ চলায়, রবিবার সম্পূর্ণ অনান্য দিনের থেকে বিপরীত চিত্র বর্ধমান জংশন স্টেশনে।হাওড়া -বর্ধমান, বর্ধমান -ব্যান্ডেল, বর্ধমান -আসানসোল ও বর্ধমান- রামপুরহাটে(Rampurhat) সমস্ত রকমের লোকাল ট্রেন বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে দূরপাল্লা মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাতায়াত। নামমাত্র হাতে গোনা কয়েকটা মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।
কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন বন্ধ করার পাশাপাশি কয়েকটি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।ব্রিজ(Bridge) ভাঙার কাজ চলায় এমনিতেই প্রতিদিন বর্ধমান থেকে রেল চলাচলের কাজে বিরাট বেঘাত ঘটেছে গত এক সপ্তাহ ধরে। রবিবারেও সেই দুর্ভোগ জারি রইলো।