এই মুহূর্তে

বঙ্গে টানা ৫ দিন চলবে হাড় কাঁপানো শীত, কলকাতায় কুয়াশার দাপট বাড়বে

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে বঙ্গে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা কমেছে। দুই ডিগ্রি মতো কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। ২০১৩ সালে কলকাতায় তাপমাত্রা ৯ জানুয়ারি ৯.০ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।১৮৯৯ সালে ২০ শে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৭ডিগ্রি সেলসিয়াস।২০২৩ সালে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার ক্ষেত্রে জানুয়ারি মাসে। ২০১৮ তে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা কলকাতায়(Kolkaat)। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,বিগত ১০ বছরে দশ থেকে ১১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে কলকাতা ক্ষেত্রে।
বীরভূম, বর্ধমান জেলায় শীত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে সোমবার রাতে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার মধ্যে। আগামী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ – পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। এর ফলে বঙ্গে সরাসরি কোন প্রভাব নেই। বাতাসের গতিবেগ বেড়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের ফলে। এর ফলেই আমাদের রাজ্যে ঠান্ডা বেড়েছে।আগামী সাতদিন রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাত কোন সম্ভাবনা নেই কোন জেলাতেই। আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভবনা রয়েছে। চার দিন কাটার পর ২ ডিগ্রী মত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া ,২৪ পরগনা হুগলি এই জেলাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা । একই রকম পরিস্থিতি থাকবে পূর্ব বর্ধমান জেলায়।উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কম থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে শীতলতম দিনের সম্ভাবনা রয়েছে আগামী ৪দিন।

দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন থেকে চার ডিগ্রী নিচে চলছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তিন থেকে পাঁচ ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে ।উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন পর্যন্ত ।উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ও ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা সকাল ও বেলার সময়। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে।দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে ১০ ডিগ্রির মতো তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে কলকাতা শহর জুড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ