এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিগত ৫ মাসে মিড ডে মিলের ১ পয়সাও পায়নি বাংলা

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজের প্রকল্পের পরে এবার মোদি সরকারের(Modi Government) বিষনজরে পড়েছে বাংলার স্কুলে স্কুলে চালু থাকা মিড ডি মিলও(Mid Day Meal)। চলতি অর্থবর্ষের পাঁচ মাস কাটতে চললেও মিড ডে মিলে কেন্দ্রীয় বরাদ্দের অংশের কোনও টাকাই পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা। ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র—এই অভিযোগে বারবার সরব হয়েছেন বাংলার(Bengal) মুখ্যমন্ত্রী। সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারের বিরুদ্ধে। তারপরও অবশ্য খুব একটা কাজের কাজ কিছু হয়নি। উল্টে ১০০ দিনের কাজে বারবার সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পশ্চিমবঙ্গেই হানা দিয়েছে কেন্দ্রীয় দল। উঠে এসেছে নানা নিয়মের গেরো। এরই সঙ্গে এবার জুড়েছে মিড ডে মিলে টাকা না দেওয়ার ঘটনা।

মিড ডে মিলের নাম বদলে ‘প্রধানমন্ত্রী পোষণ যোজনা’ রেখেছে মোদি সরকার। আর তারপরই এই খাতে বরাদ্দ কমানো হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। চলতি আর্থিক বছরের এই বাজেটে পড়েছে এই কোপ। রাজ্য পিছু বরাদ্দও কমেছে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সমস্যার সেখানেই শেষ নয়। গোদের উপর বিষফোঁড়ার মতো সেই খর্বকৃত বরাদ্দের ছিঁটেফোটাও বাংলার কপালে জোটেনি। কারণ, কেন্দ্রীয় পোর্টালের ব্যর্থতা। যাবতীয় বেতন, প্রকল্পের বরাদ্দ এই ‘পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ বা পিএফএমএস(PFMS) পোর্টালের মাধ্যমে দিতে শুরু করেছে কেন্দ্র। অথচ, পোর্টালটি ঠিকমতো তৈরিই ছিল না। ফলে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে প্রথম থেকেই। কখনও বেতন আটকে গিয়েছে, আবার কখনও বরাদ্দ। সেই তালিকায় পড়েছে মিড ডে মিলও। রাজ্যের এক আধিকারিক জানান, এই প্রকল্পের মধ্যে বিভিন্ন খাতে যে বরাদ্দ কেন্দ্র পাঠায়, সেগুলি পিএফএমএস পোর্টালে খাপ খাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিগত ত্রুটি সমাধানের চেষ্টা করছে পিএফএমএস কর্তৃপক্ষ।   

কোভিডকালে স্কুল বন্ধ থাকলেও নিয়মিত মিড ডে মিলের সামগ্রী বন্টন থামায়নি বাংলায় ক্ষমতাশীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রান্নার খরচ বেঁচে যাওয়ায় সেই টাকায় দেওয়া হয়েছে সাবান, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি বাড়তি জিনিস। চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে মিড মে মিল খাতে ধার্যের পরিমাণ ২৩৮৬ কোটি ৬৩ লক্ষ টাকা। এর মধ্যে নিয়ম মেনে কেন্দ্রীয় বরাদ্দ আসার কথা ১৫০০ কোটি টাকারও বেশি। মিড ডে মিলের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ৬০:৪০ অনুপাতে ভাগ হওয়ার কথা। মিড ডে মিলের জন্য প্রাথমিকে ছাত্রছাত্রী পিছু দৈনিক বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা। উচ্চ প্রাথমিকে সেটা ৭ টাকা ৪৫ পয়সা। এই সামান্য টাকায় মূল্যবৃদ্ধির বাজারে মাছ-মাংস তো ছাড়, ডিম, সয়াবিন, ডালের মতো পুষ্টিকর খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে আধিকারিক ও শিক্ষকদের। তারপরেও বিগত ৫ মাস ধরে সেই টাকাটাও আর আসছে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর