এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

লক্ষ্মীপুজোয় চড়া বাজারদর, তবুও ধনদেবীর আরাধনায় মগ্ন বাঙালি

নিজস্ব প্রতিনিধি: রবি সকাল থেকেই বাঙালির(Bengali) ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে ধনদেবীর(Laxhmi Puja) আরাধনার প্রস্তুতি। কিন্তু বাজারে গিয়ে সেই বাঙালির ধন যাচ্ছে পকেট থেকে বেরিয়ে। কেননা সেখানে কার্যত আগুন লেগেছে। তবে এই আগুন দরের ছবি শুধু এবছর নয়, কার্যত বছর বছরই চোখে পড়ে। বাঙালির অনেকেই এখন তাই এই অগ্নিমূল্যের বাজারদরের(Market Price) সঙ্গে অনেকটাই অভ্যস্থ হয়ে গিয়েছেন। তাই পুজোর জন্য খুব একটা কাটছাঁট তাঁরা করতে চাইছেন না। বরঞ্চ প্রার্থনা করছেন, মা লক্ষ্মী যেন তাঁদের ওপর সদয় হয়ে ধনসম্পদের বর্ষণ করেন। কলকাতা হোক কী জেলা, সর্বত্রই বাজারদর কার্যত আগুন। 

রবি সকালে কলকাতার(Kolkata) বাজারদর কার্যত হাতে ছ্যাঁকা লাগার মতোই। যদুবাবুর বাজার, গড়িয়াহাট, লেক মার্কেট, হাতিবাগান, মানিকতলা, গড়িয়া, রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট, বনমালী সরকার স্ট্রিটের মতো বাজারে ফুল ও প্রতিমার দাম এবার বেশ চড়া। প্রতিমার দাম কার্যত কোথাও ১০০-১৫০ টাকার নীচে নয়। বড় সাইজের প্রতিমা কার্যত ৭-৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। লক্ষ্মীর সরা বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। তবে মৃৎশিল্পীদের(Idol Makers) মুখে হাসি ফুটিয়েছেন মা লক্ষ্মী। কেননা লক্ষ্মী প্রতিমা ও সরা বিক্রির ধূম দেখে তাঁদের দাবি, গত ৩-৪ বছরে এত বিক্রির মুখ তাঁরা দেখেননি যতটা না এইবছর তাঁরা দেখছেন। মা এবার তাঁদের পকেট ভরিয়ে দিয়েছেন। কলকাতার প্রধান ফুলবাজার জগন্নাথঘাট এবং শহরের বিভিন্ন এলাকার ছোট‑মাঝারি  দোকানে বড় গাঁদার মালা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। বড় মাপের রজনীগন্ধার মালার দর উঠেছে ৮০‑১০০ টাকায়। ছোট রজনীগন্ধা ও বেলের মালা ১০‑১২ টাকা। প্রতিটি পদ্ম ফুলের দাম ৫০ থেকে ৮০ টাকা। বড় জুঁই মালা ৩০ থেকে ৪০ টাকা। গোলাপের পিস ৪‑৫ টাকা। বেলপাতা, দূর্বা, আম্রপল্লব, তুলসীপাতা ও ঝুরো ফুলের ‘প্যাকেজ’ বিক্রি হচ্ছে ১৫‑২০ টাকায়।  

লক্ষ্মীপুজো মানেই নাড়ুর সমাহার। আগে ঘরে ঘরে তৈরি হত এই নাড়ু। এখন সেই যুগ চলে গিয়েছে। বাজারচলতি প্যাকেটই ভরসা গৃহস্থের। তিলের নাড়ু, নারকেল নাড়ু, খই-মুড়ির নাড়ু, খেজুর এখন সবই প্যাকেটে বিক্রি হচ্ছে। ১০ থেকে ২০ টাকার প্যাকেটে সেই সব নাড়ু মিলছে বাজারে। কোনও প্যাকেটে থাকছে ৮টা নাড়ু, কোনওটায় বা ১০টা। চড়া দামে বিক্রি হচ্ছে ফল-মূল, শাক-সবজিও। আঙুর ২৫০ টাকা থেকে ৫০০ টাকা কেজি, আপেল ১৫০ টাকা কেজি, নাসপাতি ১৫০ টাকা কেজি, পেয়ারা ১০০ টাকা কেজি, বেদানা ২৮০ টাকা কেজি, শাক আলু ১২০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, পানিফল ১০০ টাকা কেজি, আতা ২৫০ টাকা প্রতি পিস, মুসুম্বি ২০ টাকা পিস, বাতাবি লেবু ৬০ টাকা পিস, নারকেল ৩০ থেকে ৬০ টাকা পিস, খেজুর ১৫০ টাকা কেজি থেকে শুরু, আমসত্ত্ব ২৪০ টাকা কেজি, তরমুজ ৬০ টাকা কেজি, পাঁকা পেঁপে ৮০ টাকা কেজি, কাঁঠালি কলা ৮০ টাকা ডজন।

পাশাপাশি পুজোর আনুষাঙ্গিক সামগ্রীও চড়া দরে বিক্রি হচ্ছে। ধানের শীষ -৩০ থেকে ৪০ টাকা, পান- ২ টাকা, ডাবে ৩০ টাকা থেকে ৭০ টাকা, কলাগাছ- ৪০ টাকা। আগুন সবজির দরেও। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫টাকা কেজি দরে, জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কিলো, বেগুন ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ৫০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, পটল ৪০ টাকা, গাজর ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা কিলো, ঝিঙে ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৭০০০ পাতার চার্জশিট জমা ইডির

হাতির হানায় মৃতদের স্বজনেরা চাকরি পেয়ে মুগ্ধ মমতায়

‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

‘মোদি জিতলে দেশে আর গণতন্ত্র থাকবে না’, আশঙ্কা প্রকাশ মমতার

দই বা ঘুগনি নয়, সিঙ্গুরে প্রচারে গিয়ে নতুন ধরনের জলখাবার খেলেন রচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর