এই মুহূর্তে




মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তে রমরমিয়ে চলছে ভাঙড়ে পুকুর ভরাট।গার্ডেনরিচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি। ফের চলছে পুকুর ভরাটের কাজ। সরকারের এত নজরদারির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটনা। নারায়ণপুর অঞ্চলের বিবিরআইটে বাসন্তী হাইওয়ের ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ। সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছয় বিঘা ।

সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা শুরু হয় বলে অভিযোগ।প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও শুক্রবার রাতে আবার পুকুর ভরাট শুরু হয়। একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে।ভাঙড়ের বিবিরআইট ওই জায়গায় বহুদিন ধরে একটি বড় পুকুর রয়েছে। বর্ষার সময় জলে পুষ্ট থাকে। এখনও জল রয়েছে। সেখানে দিন রাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।যদিও সংবাদমাধ্যম এই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা।এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই এই জলাশয় ভরাট হচ্ছে ভাঙড় জুড়ে।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গোটা রাজ্য জুড়েই রাতের অন্ধকারে একাধিক পুকুর জলাশয় ভরাট করছে একের পর এক মাটি মাফিয়ারা। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ভাঙড়ে বিগত এক বছরে প্রচুর জলাশয় ভরাট হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের হয়রানি, ২০ ‘রোমিও’র মাথা ন্যাড়া করে শাস্তি দিলেন অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ